ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ! চতুর্থ ঢেউ কি অবসম্ভাবী ?

ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ! চতুর্থ ঢেউ কি অবসম্ভাবী ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ! চতুর্থ ঢেউ কি অবসম্ভাবী ? ফের মাথা চাড়া দিচ্ছে করোনা। শুক্রবারের চেয়ে শনিবার ফের বাড়লো সংক্রমণ। কয়েকদিন করোনা নিম্নমুখী থাকলেও গত কয়েকদিন ধরেই ২ হাজারের উপরে থাকছে কোভিড-গ্রাফ। যার জেরে চতুর্থ ঢেউয়ের শঙ্কা একেবারেই উড়িয়ে দিতে পারছেনা ওয়াকিবহাল মহল।

 

শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৭ জন। যা গতকালের চেয়ে বেশি। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা প্রাণ কেড়েছে ৫ লক্ষ ২২ হাজার ১৪৯ জনের। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৬৫৬ জন। দেশে করোনা পজেটিভের সংখ্যা ১৫ হাজারের গণ্ডি পার করছে।

 

উল্লেখ্য, দেশের রাজধানীতেও করোনা বেশ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫২৭ জন। এর মধ্যে দিল্লিতেই একদিনে আক্রান্ত ১ হাজার ৪২ জন। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সচেতনা সম্পর্কে বিশেষ সতর্ক জারি করা হয়েছে দিল্লিতে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে করোনা সচেতনতা বৃদ্ধি করার কথাও বলা হয়েছে।অন্যদিকে চেন্নাইতে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

আর ও পড়ুন  কিছুক্ষণের কালবৈশাখীতে লন্ডভন্ড নদীয়ার এই এলাকা

উল্লেখ্য, ফের মাথা চাড়া দিচ্ছে করোনা। শুক্রবারের চেয়ে শনিবার ফের বাড়লো সংক্রমণ। কয়েকদিন করোনা নিম্নমুখী থাকলেও গত কয়েকদিন ধরেই ২ হাজারের উপরে থাকছে কোভিড-গ্রাফ। যার জেরে চতুর্থ ঢেউয়ের শঙ্কা একেবারেই উড়িয়ে দিতে পারছেনা ওয়াকিবহাল মহল।

 

শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৭ জন। যা গতকালের চেয়ে বেশি। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা প্রাণ কেড়েছে ৫ লক্ষ ২২ হাজার ১৪৯ জনের। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৬৫৬ জন। দেশে করোনা পজেটিভের সংখ্যা ১৫ হাজারের গণ্ডি পার করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top