ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জেরে আটকে গেল বন্দে ভারত এক্সপ্রেস প্রকল্প। এখনও অব্যাহত ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। আর সেই আগুনের আঁচ এবার লাগল ভারত সরকারের স্বপ্নে। যার জেরে আটকে গেল বন্দে ভারত এক্সপ্রেস প্রকল্প সম্প্রসারনের কাজ। বিষয়টি খুলে বলা যাক। আসলে শোনা গিয়েছিল চলতি বছরই অন্তত এক ডজন বন্দে ভারত ট্রেন চালু করতে চায় কেন্দ্র। আর এই ট্রেন চালু করার জন্য ৩৬ হাজার চাকা তৈরির এবং তা আমদানির বরাত দেওয়া হয়েছিল ইউক্রেনের একটি সংস্থাকে।
যার জন্য ভারতকে খরচা করতে হয়েছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। চাকা তৈরি হলে তা ভারতে নিয়ে আসার কথা ছিল জলপথে। এর জন্য জলপথের মে রাস্তা বাছা হয়েছিল তা হল ইউক্রেনীয় কৃষ্ণ সাগর বন্দর থেকে মহারাষ্ট্রের জওহরলাল নেহরু বন্দর। কিন্তু সম্প্রতি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য সেই স্বপ্নে ছেদ পড়েছে। কারন যুদ্ধের পরিস্থিতিতে বানিজ্যিক সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
আর ও পড়ুন সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই
এই অবস্থায় বিকল্প পথ বাছার কথা ভাবছে কেন্দ্র। তার দরুন যে রুটের কথা ভাবা হয়েছে সেই পথে চাকা নিয়ে আসা এক কথায় অসম্ভব। এমনটাই দাবি সুত্রের। এক্ষেত্রে স্থির করা হয় আপাতত ইউক্রেনের ওই সংস্থা থেকে ১২৮টি চাকা সড়কপথে ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র রোমানিয়া পর্যন্ত নিয়ে আসা হবে। তা বিমান পথে ভারতে পৌঁছাবে। কিন্তু যেখানে ৩৬ হাজার চাকার প্রয়োজন সেখানে কীভাবে মাত্র ১২৮টি চাকা দিয়ে বন্দে ভারতে চালানো সম্ভব তার উত্তর মেলেনি।