পুলিশ ব্যারিকেড দিয়ে অটো চলাচল বন্ধ করার সিদ্ধান্ত

পুলিশ ব্যারিকেড দিয়ে অটো চলাচল বন্ধ করার সিদ্ধান্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পুলিশ ব্যারিকেড দিয়ে অটো চলাচল বন্ধ করার সিদ্ধান্ত। শান্তিপুর থানার দ্বারস্থ হলেন প্রায় ৪০ জন অটোচালক। কারণ,নির্দিষ্ট রোড পার্মিশন ছিল। তারপরেও রাস্তার ওপরে পুলিশ ব্যারিকেড দিয়ে অটো চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তাঁত কাপড়ের হাট কর্তৃপক্ষ।আর তাতেই ক্ষুদ্ধ হয়ে থানায় অভিযোগ দায়ের করলেন ৪০ জন অটোচালক। সূত্রের খবর,শান্তিপুর স্টেশন থেকে শান্তিপুর নৃসিংহপুর কালনা ঘাট পর্যন্ত প্রায় ৪০ জন অটোচালকদের রোড পার্মিশন অনুযায়ী শান্তিপুর স্টেশন থেকে সুত্রাগড় অঞ্চলের তাঁত কাপড়ের হাট এর সামনে দিয়ে চল্লিশটি অটো গাড়ি যাতায়াত করে।

আরও পড়ুন – ২রা মে থেকে স্কুলে গরমের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

কিন্তু, বৃহস্পতিবার হঠাৎই শান্তিপুর তাঁত কাপড়ের হাট এর সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রেখে দেওয়া হয়। ফলে, টোটো চালকরা টোটো নিয়ে ওই রাস্তা দিয়ে টোটো নিয়ে যাওয়া বন্ধ হয়ে যায়।বিষয়টি নিয়ে,একাধিক টোটো চালক দের অভিযোগ, “হঠাৎ কেন তাঁত কাপড়ের হাট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল। আমরা আমাদের নির্দিষ্ট রোড ম্যাপ এর মধ্যে দিয়েই অটো গাড়ি চালাই, রাস্তার উপর পুলিশ ব্যারিকেড দেওয়ার কারনে ওই রাস্তা দিয়ে অটো চালানো যাচ্ছে না।” তারপর এই ঘটনা নিয়ে শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “তাঁত কাপড়ের হাট কর্তৃপক্ষ একটি লিখিত জানায় তাই পুলিশের পক্ষ থেকে এই ব্যারিকেড দেওয়া হয়েছে।”

 

জানা গিয়েছে, প্রায় ৪০ জন অটোচালক এই ঘটনায় শান্তিপুর আইএনটিটিইউসি সভাপতি সনৎ চক্রবর্তীর কাছে লিখিত জানায়। এদিকে, বৃহষ্পতিবার বিকেলে শান্তিপুর পুলিশ প্রশাসন, তাঁত কাপড়ের হাট কর্তৃপক্ষ ও অটো চালক ইউনিয়ন এর পক্ষ থেকে এক আলোচনা সভার ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে অটোচালকরা জানিয়েছেন, “আজ বিকেলের মধ্যে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আগামীকাল থেকে শান্তিপুর স্টেশন থেকে শান্তিপুর নৃসিংহপুর কালনা ঘাট পর্যন্ত সমস্ত অটো চলাচল বন্ধ থাকবে, এছাড়াও পথ অবরোধ করবে। ” যদিও এ বিষয়ে, শান্তিপুর আইএনটিটিইউসি সভাপতি সনৎ চক্রবর্তী বলেন, “অটো ইউনিয়নের পক্ষ থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে, আজ বিকেলে পুলিশ প্রশাসনের সাথে আলোচনার মধ্য দিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top