গুটখার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে হাওড়া ব্রিজ! সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উঠতেই সত্যি জানাল কলকাতা বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি পানমশলার বিজ্ঞাপন নিয়ে গত কয়েকদিন ধরে জোর চর্চা চলছে বলিউডে। ‘খিলাড়ি’ অক্ষয় কুমারকে নেটিজেনরা বেশ ট্রোলও করেছিলেন পানশালার বিজ্ঞাপনে অংশ নেওয়ার জন্য। শাহরুখ খান, অজয় দেবগণের মতো বলিউড সুপারস্টাররা আগে থেকেই সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন।
পরে এ বিষয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন অক্ষয়। এরপরই একজন আইএএস অফিসার সোশ্যাল মিডিয়ায় গুটখা এবং পানমশলা সম্পর্কিত একটি বড় ইস্যু তুলে এই সেলিব্রিটিদের প্রশ্ন করেছেন। শাহরুখ খান, অজয় দেবগণ এবং অক্ষয় কুমারকে ট্যাগ করে তিনি জিজ্ঞাসা করেন, ‘কলকাতা পোর্ট ট্রাস্ট বলছে, ৭০ ছরের পুরনো এই আইকনিক ব্রিজটিতে গুটখার থুতু ফেলার কারণে মরিচা পড়েছে। এবং নষ্ট হয়ে যাচ্ছে। হাওড়া ব্রিজে হানা দিয়েছে গুটখা চোরাকারবারীরা।’
আরও পড়ুন – ২রা মে থেকে স্কুলে গরমের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর
ওই আইএএস হাওড়া ব্রিজের আরেকটি ছবি শেয়ার করে লেখেন, ‘দেখুন গুটকা প্রেমীদের সুবিধার জন্য ‘কলকাতা পোর্ট ট্রাস্ট’ কী দুর্দান্ত ব্যবস্থা নিয়েছে। এখন যারা গুটকা থুকছে, তাদের আর কোনো ‘অপরাধে’ পড়তে হবে না। সেই সঙ্গে ‘গুটকার ক্ষতিকর রাসায়নিক’ থেকেও রক্ষা পাবে সেতু।’ আর সেই প্রসঙ্গে তিনি তুলে ধরেছিলেন হাওড়া ব্রিজের ছবি। গুটখার কারণে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাওড়া ব্রিজ। তাঁর পোস্টে এই বিষয়টি ফুটে ওঠে। এবার এ বিষয়ে প্রতিক্রিয়া দিল কলকাতা বন্দর কর্তৃপক্ষ।
গুটখা বা তামাকজাত দ্রব্যের কারণে হাওড়া ব্রিজের কোনও ক্ষতি হয়নি। হাওড়া ব্রিজের কোনও স্তম্ভেরও ক্ষতি হয়নি। স্পষ্ট করে দিল কলকাতা বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিল, ২০১৪ সাল থেকে হাওড়া ব্রিজের সব পিলারে ফাইবার গার্ড দেওয়া আছে। ২০২১ সালে পুরনো গার্ড বদল হয়েছে। এমনকী রবীন্দ্র সেতুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হয় বলে দাবি বন্দর কর্তৃপক্ষের।