প্রেমে বাধা দেওয়ায় মেদিনীপুর শহরে নাবালিকা মেয়ের হাতে মা খুন,গ্রেপ্তার মেয়ে, তারপ্রেমিক সহ চারজন

প্রেমে বাধা দেওয়ায় মেদিনীপুর শহরে নাবালিকা মেয়ের হাতে মা খুন,গ্রেপ্তার মেয়ে, তারপ্রেমিক সহ চারজন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রেমে বাধা দেওয়ায় মেদিনীপুর শহরে নাবালিকা মেয়ের হাতে মা খুন,গ্রেপ্তার মেয়ে, তারপ্রেমিক সহ চারজন।
প্রেমিকার দ্বারা তার মাকে খুন করার অভিযোগে গ্রেফতার প্রেমিক ও তার বাবা মা। গ্রেপ্তার করা হয়েছে নাবালিকা প্রেমিকাকেও। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরে কোতোয়ালী থানার অন্তর্গত পাটনা বাজার এলাকায়। পুলিশ ও মৃতার পরিবার সুত্রে জানা যায়।

 

গত ১৫ ই এপ্রিল ১ লা বৈশাখের দিন মেদিনীপুর শহরের পাটনা বাজারের বাসিন্দা অংশুজিৎ দত্তের নাবালিকা মেয়ে তার মা অনিতা দত্তকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর পর পরই অনিতা দেবী হৃদরোগে অচৈতন্য হয়ে পড়ে। এরপর পরিবার পরিজনেরা অনিতা দত্তকে তড়িঘড়ি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

 

অনিতা দেবীর স্বামী সহ পরিবার পরিজনেরা বুঝে উঠতে পারছিলেন না কিভাবে ঘটনাটি ঘটলো। কারণ তখন পর্যন্ত অনিতা দেবীর পরিবারের কেউই টের পাননি নাবালিকা মেয়ে ও তার প্রেমিকের এই পরিকল্পনার বিষয়ে। হঠাৎ দিন কয়েক আগে নাবালিকা মেয়ের মোবাইল চ্যাট দেখে নাবালিকার বাবা সহ পরিবার পরিজনেরা জানতে পারে, তাদের নাবালিকা মেয়ে তার প্রেমিক জিৎ আঢ‍্য প্ররোচনা করে অনিতা দত্তকে কোল্ড ড্রিঙ্কস এর সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেয়। এরপরই অনিতা দত্তের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয় নাবালিকা মেয়ে ও তার প্রেমিক এবং প্রেমিকের বাবা মায়ের বিরুদ্ধে।

আর ও পড়ুন    ভিটেমাটিতে ফিরে এলো সাতটি পরিবার

অভিযোগের ভিত্তিতে কোতয়ালী থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। শুক্রবার নাবালিকা মেয়েকে জুভেনাইল কোর্টে তোলা হয় এবং বাকি তিনজনকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক একজনকে তিন দিনের পুলিশ হেফাজত ও বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এমনটাই জানিয়েছেন সরকারি পক্ষের আইনজীবী মহম্মদ নাজিম হাবিব। মেদিনীপুর শহরে একটি ইংরেজী মাধ্যম স্কুলের দশম শ্রেণীর ছাত্রী,ওই নাবালিকা ওই মেয়েটি প্রেমে বাধা পেয়ে নিজের মাকে ঠান্ডা পানীয়র সাথে বিষ মিশিয়ে খাইয়ে খুন করেছে বলে অভিযোগ।বিষয়টি এলাকায় জানাজানি হলে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই এলাকার বাসিন্দারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top