জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানাতে এসে বড়সড় বিড়ম্বনার মুখে তৃণমূলের প্রতিনিধি দল। শুক্রবার উত্তর প্রদেশের প্রয়াগরাজ কাণ্ড নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে (NHRC) অভিযোগ জানাতে আসে তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু, অভিযোগ জানাতে এসে রীতিমতো অপমানিত হয়েছেন তাঁরা, এমনটাই অভিযোগ তাদের। জানা যাচ্ছে, এদিন দলীয় সাংসদ দোলা সেনের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধি দল মানবাধিকার কমিশনের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং বিস্তারিত জানেন। এরপরেই কলকাতা শুনেই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্র তৃণমূল প্রতিনিধি দলের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন।
আর ও পড়ুন ভিটেমাটিতে ফিরে এলো সাতটি পরিবার
বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা জানান, “আমাদের একটা কথা খারাপ লেগেছে। আমার কোথায় জন্ম এবং কোথা থেকে এসেছি শুনেই অরুণ মিশ্র মন্তব্য করেন ওহ কলকাতা, ওখানে তো হিংসা হয়। এক নিরপেক্ষ সংস্থা থেকে এই মন্তব্য বিষয়-বহির্ভূত এবং আমাদের ভাল লাগেনি।” পাশাপাশি এদিন তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে মানবাধিকার কমিশনের বৈঠক প্রসঙ্গে রাজ্যের শাসক দল জানিয়েছে, কমিশন আমাদের অভিযোগকে জিডি আকারে গ্রহণ করেছে এবং নম্বরও দিয়েছে।
প্রয়াগরাজ গণহত্যায় পকসো আইন ঢোকানোর আর্জি জানানো হয়েছে। পাশাপাশি নিরপেক্ষ সংস্থা হিসেবে কমিশন একবার প্রয়াগরাজ সফর করুক। এই আবেদন তারা কমিশনের সামনে রেখেছেন বলে জানান। অন্যদিকে, সুকান্ত মজুমদার তৃণমূলের এই সফরকে কটাক্ষ করে বলেন, ”নিজের ছেলেকে শাসন করতে পারে না। পরের ছেলেকে শাসন করতে গিয়েছে। বগটুই-কাণ্ডে তৃণমূল কোনও প্রতিনিধি দল পাঠায়নি। এমনকি, বগটুই যে লোকসভা কেন্দ্রের অধীনে, সেই সাংসদও যায়নি। এদিকে আমি দিল্লি থেকে সাংসদ নিয়ে ওখানে গিয়েছিলাম।”