হিলি সীমান্ত এলাকায় যুবকদের কর্মসংস্থানের উপর জোর দিতে আয়োজিত হল বিশেষ শিবির

হিলি সীমান্ত এলাকায় যুবকদের কর্মসংস্থানের উপর জোর দিতে আয়োজিত হল বিশেষ শিবির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হিলি সীমান্ত এলাকায় যুবকদের কর্মসংস্থানের উপর জোর দিতে আয়োজিত হল বিশেষ শিবির। হিলি সীমান্তে বিভিন্ন রকমের অপরাধ মূলক কাজ এড়াতে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের দিশা দেখানোর উদ্যোগ নিল দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ। শুক্রবার হিলি থানার একটি সভা কক্ষে জেলা পুলিশের তরফে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে।

 

পাশাপাশি হিলির সীমান্তে বসবাসকারি প্রায় ৫০ জন বেকার যুবকদের উপস্থিতিতে এই শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে মাসরুম চাষ, মৎস্য চাষ এর উপর জোর দেওয়া হয়।কেননা এগুলো বর্তমানে লাভজনক চাষ। এক্ষেত্রে তাদের অর্থনৈতিক ভাবে সাম্বলম্বী করে তুলতে সরকারি বিভিন্ন প্রকল্পের মধ্যমে লোন পাইয়ে দেবার ও প্রচেষ্টা করবে জেলা পুলিশ বলে এই শিবিরে যোগ দেওয়া বেকার যুবকদের আশ্বস্ত করা হয়েছে।

 

এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, জনসংযোগের উপর আমরা জোর দিয়েছি। ইতিমধ্যেই আমরা বিভিন্ন প্রকল্প চালু করেছি। হিলি যেহেতু সীমান্ত এলাকা। তাই কর্মসংস্থানের অভাবে অনেকেই পাচার ও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। তাই আমরা হিলির সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের নিজের পায়ে দাঁড়াতে দীশার মধ্যমে নতুন নতুন চাষ ও নানা কাজে প্রশিক্ষণ দিয়ে তাঁদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার প্রচেষ্টা করা হবে বলে জানান।

আর ও পড়ুন    ভিটেমাটিতে ফিরে এলো সাতটি পরিবার

পাশাপাশি হিলির বালুপাড়ার এক যুবক জানান , আমাদের এলাকায় সেভাবে কাজ নেই। তাই কাজের জন্য বাইরে যেতে হয়। জেলা পুলিস আমাদের জন্য ভেবেছে এবং আমাদের নতুন কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে। সেজন্য ধন্যবাদ জানাই।

প্রসঙ্গত, হিলির সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত নানা ধরনের পাচার ও অপরাধমূলক কার্যকলাপ চলতে থাকে। কাজ না থাকায় যুবকরা পাচার কাজের পাশাপাশি নেশাগ্রস্ত হয়ে পড়ে ও নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। এবার তারা জেলা পুলিসের সহযোগিতায় কর্মসংস্থানের দিশা দেখতে পাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top