এবার থেকে বি এস এফ দেবে বিনামুল্যে অ্যাম্বুলেন্স পরিসেবা

এবার থেকে বি এস এফ দেবে বিনামুল্যে অ্যাম্বুলেন্স পরিসেবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এবার থেকে বি এস এফ দেবে বিনামুল্যে অ্যাম্বুলেন্স পরিসেবা। প্রত্যন্ত গ্রাম থকে চিকিৎসার জন্য বাইরে যেতে অ্যাম্বুলেন্স খরচ প্রচুর। সেই দিকে নজর রেখে এবার থেকে বিনামূল্যে বি এস এফ দেবে বিনামুল্যে পরিসেবা। তাই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষের জন্য বিধায়ক কোটায় বরাদ্দ অ্যাম্বুলেন্স সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিল ইংরেজবাজার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত ইংরেজবাজারের মহদীপুরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই এম্বুলেন্স এর উদ্বোধন করা হয়।

 

উপস্থিত ছিলেন বিএসএফের মালদা সেক্টরের অধীন 70 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট সঞ্জয় শর্মা ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বিএসএফের আধিকারিক এবং সীমান্ত এলাকার মানুষরা। বিএসফের কমান্ডেন্ট সঞ্জয় শর্মা বলেন, এটা ভালো উদ্যোগ।এই অ্যাম্বুলেন্সটি আমাদের কাছেই থাকবে।আমরা এই অ্যাম্বুলেন্সের জন্য চালক এবং জ্বালানি বিনামূল্যে দেব এবং সীমান্ত এলাকার মানুষের কাজেই এই এম্বুলেন্স ব্যবহার হবে।এর জন্য কোন অর্থ কাউকে দিতে হবেনা।

আর ও পড়ুন    একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সামুদ্রিক জীব (কোরাল )উদ্ধার

গ্রামের বাসিন্দারা জানান,সীমান্ত এলাকায় অ্যাম্বুলেন্স খুব জরুরী ছিল। রাত্রিবেলা গ্রাে কেউ অসুবিধায় পরলে ভ্যান ছাড় উপায় ছিল না। আর তাতে করে রোগীকে নিয়ে যেতে অনেক বিপদ ঘটে যেতো। এই অ্যাম্বুলেন্স সেকেত্রে গ্রামবাসীদের অনেক উপকার হবে। অ্যাম্বুলেন্স পেয় খুশি স্থানীয় বাসিন্দারা। শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন,প্রত্যন্ত সীমান্ত এলাকার মানুষের কোন বিপদ হলে অ্যাম্বুলেন্সের খুব প্রয়োজন হয়।বিশেষ করে গর্ভবতী মহিলাদের কথা ভেবেই এই এম্বুলেন্স দেওয়া হয়েছে। মহদীপুর, মিলিক সুলতানপুর , যদুপুর এক নম্বর ও গ্রাম পঞ্চায়েত দুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষ এর দ্বারা উপকৃত হবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top