পুরুষ সঙ্গীকে ধারালো বোটি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা। থানায় এসে আত্মসমর্পণ করলো অভিযুক্ত গৃহবধূ।জয়নগর মজিলপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর দাস এবং সন্ধ্যা হাড়ি দুজনেই জয়নগর-মজিলপুর পৌরসভার অস্থায়ী সাফাই কর্মী।
স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যার স্বামী মারা গিয়েছে এবং সমীরের স্ত্রী তার সঙ্গে থাকে না। তাই দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হওয়ায় তারা জয়নগর-মজিলপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে ভাড়া থাকে।
মাঝে মধ্যে দুজনের মধ্যে বাক বিতন্ডা হতেই থাকতো।
অন্যান্য দিনের মতো সোমবারও দুজনে কাজ থেকে ফিরে মদ্যপ অবস্থায় টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে বচসা করতে থাকে। একটা সময় দুজনের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সময় হঠাৎই সন্ধ্যা উত্তেজিত হয়ে হাতের কাছে থাকা ধারালো বোটি নিয়ে সমীরের উপর আক্রমণ চালায়। সমীরের হাতে বোটির কোপ মারতেই মাটিতে লুটিয়ে পড়ে সমীর। রক্তাক্ত অবস্থায় সমীরকে নিমপীঠ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় মানুষ।
আর ও পড়ুন কম্পিউটর সায়েন্সে পড়াশোনা করা ছেলে কুপিয়ে খুন করলো ছাত্রীকে
এদিকে পুরুষ সঙ্গীকে বোটির কোপ মেরে থানায় এসে আত্মসমর্পণ করে সন্ধ্যা হাড়ি।অপরদিকে আক্রান্ত সমীর দাস জয়নগর থানায় তার মহিলা সঙ্গীর বিরুদ্ধে তাকে খুনের চেষ্টার অভিযোগ করে।
অভিযুক্ত সন্ধ্যা হারিকে আটক করে পুলিশ এবং সমীরের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
উল্লেখ্য, পুরুষ সঙ্গীকে ধারালো বোটি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা। থানায় এসে আত্মসমর্পণ করলো অভিযুক্ত গৃহবধূ।জয়নগর মজিলপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর দাস এবং সন্ধ্যা হাড়ি দুজনেই জয়নগর-মজিলপুর পৌরসভার অস্থায়ী সাফাই কর্মী।
স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যার স্বামী মারা গিয়েছে এবং সমীরের স্ত্রী তার সঙ্গে থাকে না। তাই দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হওয়ায় তারা জয়নগর-মজিলপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে ভাড়া থাকে।
মাঝে মধ্যে দুজনের মধ্যে বাক বিতন্ডা হতেই থাকতো।
অন্যান্য দিনের মতো সোমবারও দুজনে কাজ থেকে ফিরে মদ্যপ অবস্থায় টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে বচসা করতে থাকে। একটা সময় দুজনের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সময় হঠাৎই সন্ধ্যা উত্তেজিত হয়ে হাতের কাছে থাকা ধারালো বোটি নিয়ে সমীরের উপর আক্রমণ চালায়। সমীরের হাতে বোটির কোপ মারতেই মাটিতে লুটিয়ে পড়ে সমীর। রক্তাক্ত অবস্থায় সমীরকে নিমপীঠ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় মানুষ।