মাত্র দুবছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম লেখালো বাঁকুড়ার ছোট্ট ঈশিতা

মাত্র দুবছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম লেখালো বাঁকুড়ার ছোট্ট ঈশিতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মাত্র দুবছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম লেখালো বাঁকুড়ার ছোট্ট ঈশিতা। বয়স মাত্র দু’বছর! কিন্তু তাতে কি? তার প্রতিভা ছাপিয়েছে বয়সকে। এই বয়সেও সে নিজের নাম লেখালো ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। নাম ঈশিতা মাঝি। বাঁকুড়া জেলার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসনের বাসিন্দা। তার বাবা হরিশংকর মাজি একজন ইঞ্জিনী়ায়ার। তিনি মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত।

 

২ বছর বয়স হওয়ার আগের থেকেই ঈশিতার প্রখর স্মৃতি শক্তি। আর সে এই ছোট্ট বয়সেই অনায়াসে বলে দিতে পারে ১০০ টির ওপর দেশের রাজধানীর নাম এমনকি ভারতের সমস্ত রাজ্যের নাম। বাবা-মা জানালেন, আমাদের বড় মেয়েকে আমরা যখন পড়াতাম তখন ঈশিতা সেগুলো শুনে শুনে রিপিট করত। সেখান থেকেই শিখেছে এইসব । ওকে একবার বলে দিলেই ও মনে রাখতে পারে সব। ঈশিতার বাবা-মা খেয়াল করেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ছেলেমেয়েরা নানা রেকর্ড তৈরি করছে।

 

শুধু কি তাই? সে পটু কবিতা ,কুইজ, ফল, পশু পাখির নাম বলাতেও।এইসব দেখে তার বাবা হরিশংকর মাজি এবং মা শম্পা মাজি উৎসাহিত হয়ে অনলাইনে যোগাযোগ করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তখন তার বয়স্ ১ বছর ১১ মাস। পরে মার্চ মাসে ঈশিতা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মনোনীত হয় এবং সার্টিফিকেট, মেডেল সহ সন্মানিত হয়। ঈশিতার এই সাফল্যে তার বাবা, মা সহ সারা জেলার মানুষ খুশি।

আরও পড়ুন – প্রবল বর্ষণ মালদায়-খুশির ঈদে অখুশি রইলেন মুসলিম সম্প্রদায়!

উল্লেখ্য, বয়স মাত্র দু’বছর! কিন্তু তাতে কি? তার প্রতিভা ছাপিয়েছে বয়সকে। এই বয়সেও সে নিজের নাম লেখালো ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। নাম ঈশিতা মাঝি। বাঁকুড়া জেলার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসনের বাসিন্দা। তার বাবা হরিশংকর মাজি একজন ইঞ্জিনী়ায়ার। তিনি মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত। দুবছর বয়সে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top