ইদের রাতেই খুনো খুনি, দুই প্রতিবেশীর মধ্যে অশান্তিতে প্রান গেল একজনের

ইদের রাতেই খুনো খুনি, দুই প্রতিবেশীর মধ্যে অশান্তিতে প্রান গেল একজনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ইদের রাতেই খুনো খুনি। দুই প্রতিবেশীর মধ্যে অশান্তিতে প্রান গেল একজনের। গুরুতর জখম আরো এক। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট থানা মাইতলা এলাকায় , রাতে প্রতিবেশী বাবলু শেখের সাথে ঝামেলা হয় ঐ গ্রামের বাসিন্দা এজাজুল ও সিরাজুল শেখ এর । এরপরই ঘটনাস্থলে বাবলু শেখ নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে কোপায় এজাজুল কে ছাড়াতে যায় সিরাজুল ।

 

ছুরির আঘাতে সিরাজুল গুরুতর জখম হয় । এরপর দুজনকে মগরাহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান এজাজুল এর মৃত্যু হয়েছে। সিরাজুল গুরুতর জখম থাকায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করে পুলিশ । ঘটনায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়। এই ঘটনায় দু জনকে আটক করেছে পুলিশএবং ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ

আরও পড়ুন – প্রবল বর্ষণ মালদায়-খুশির ঈদে অখুশি রইলেন মুসলিম সম্প্রদায়!

উল্লেখ্য, ইদের রাতেই খুনো খুনি। দুই প্রতিবেশীর মধ্যে অশান্তিতে প্রান গেল একজনের। গুরুতর জখম আরো এক। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট থানা মাইতলা এলাকায় , রাতে প্রতিবেশী বাবলু শেখের সাথে ঝামেলা হয় ঐ গ্রামের বাসিন্দা এজাজুল ও সিরাজুল শেখ এর । এরপরই ঘটনাস্থলে বাবলু শেখ নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে কোপায় এজাজুল কে ছাড়াতে যায় সিরাজুল ।

 

ছুরির আঘাতে সিরাজুল গুরুতর জখম হয় । এরপর দুজনকে মগরাহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান এজাজুল এর মৃত্যু হয়েছে। সিরাজুল গুরুতর জখম থাকায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করে পুলিশ । ঘটনায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়। এই ঘটনায় দু জনকে আটক করেছে পুলিশএবং ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top