কলকাতায় থেকে হিঙ্গলগঞ্জের উদ্দেশে রওনা দিলেন অমিত শাহ

কলকাতায় থেকে হিঙ্গলগঞ্জের উদ্দেশে রওনা দিলেন অমিত শাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতায় থেকে হিঙ্গলগঞ্জের উদ্দেশে রওনা দিলেন অমিত শাহ । সঙ্গে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ অধিকারী । এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় বিমানবন্দরে নামার পরে যাঁরা স্বাগত নানা, তাঁরা হলেন শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, সুকান্ত মজুমদারের মতো নেতা-মন্ত্রীরা। পরে তাঁদের ডেকে নেন অমিত শাহ।

 

তাঁদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জে যান তিনি। রাজনৈতিক মহলের একাংশের ধারনা রাজ্যের দলের অবস্থা নিয়ে অনেক কিছু ফোনের এপ্রান্ত থেকে শুনেছেন। এবার সরাসরি পরিস্থিতি সম্পর্কে অবগত হতে চাইছেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ঘন ঘন রাজ্য সফর করেছেন অমিত শাহ। তবে বিধানসভা নির্বাচনে বিজেপির বড় পরাজয়ের পরে তাঁকে এই রাজ্যে আসতে দেখা যায়নি। এবারের সফরে অমিত শাহ শিলিগুড়িতে জনসভা ছাড়াও রাজ্য বিজেপির দুটি বৈঠকে যোগ দেবেন।

আরও পড়ুন- ফের প্রাতঃভ্রমণণে বেরিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ

প্রথমি বৈঠকে হাজির থাকবেন জেলা সভাপতি পর্যন্ত সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্তরা। পরেরটিতে থাকবেন দলের সব জন প্রতিনিধিরা। এই দুই বৈঠকেই পদাধিকার বলে হাজির থাকতে চলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাস দুয়েক আগে রাজ্য বিজেপির অন্যতম সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দিয়েছেন।

 

এই মুহূর্তে অর্জুন সিং, সৌমিত্র খানের মতো সাংসদরা মাঝে মধ্যে বেসুরো বাজছেন। দলে সাংগঠনিক বিষয় নিয়ে ক্ষোভ রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মতো অনেকের। রাজ্য ও জেলা সংগঠনের রদবদলের পরে ব্যাপক অসন্তোষ দেখা দেয় বিজেপির নেতাদের মধ্যে। এই রদবদলে অমিত শাহের সম্মতি ছিল বলেই মনে করে রাজনৈতিক মহলের একাংশ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অমিত শাহ সমস্যার সমাধান করতে পারেন কিনা এখন সেটাই দেখার। হিঙ্গলগঞ্জের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top