আপাতত নতুন রাজনৈতিক দল তৈরীতে ‘না’ প্রশান্ত কিশোরের!

আপাতত নতুন রাজনৈতিক দল তৈরীতে ‘না’ প্রশান্ত কিশোরের!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আপাতত নতুন রাজনৈতিক দল তৈরীতে ‘না’ প্রশান্ত কিশোরের! এখনই কোনও নতুন রাজনৈতিক দল তৈরি করছেন না প্রশান্ত কিশোর। সম্প্রতি প্রশান্ত কিশোরের নতুন রাজনৈতিক দল তৈরী করা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন রাজনৈতিক কলাকূশলি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে প্রশান্ত কিশোর জানিয়েছেন, এখনই কোনও নতুন রাজনৈতিক দল তৈরি করছেন না। তবে ভবিষ্যতে রাজনৈতিক দল তৈরীর সম্ভবনাকেও জিইয়ে রাখলেন। সাংবাদিক বৈঠকে প্রশান্ত কিশোর বলেছেন লালুপ্রসাদ যাদব ও নীতীশ কুমারের ৩০ বছরের শাসনের পরেও বিহার সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য। বিহারের উন্নতি করতে হলে সবাইকে একজোট হতে হবে।

আরও পড়ুন- ফের প্রাতঃভ্রমণণে বেরিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ

তার সংযোজন, ‘আমার যা কিছু আছে, আজ তা সম্পূর্ণরূপে বিহারকে উৎসর্গ করছি। বিহারের মানুষের সাথে সাক্ষাৎ করা, তাদের দৃষ্টিভঙ্গি বোঝা এবং জনসুরাজের দর্শনের সাথে তাদের সংযুক্ত করাই আমার উদ্দেশ্য। আগামী চার মাসে আমি হাজার হাজার মানুষের সঙ্গে সাক্ষাৎ করব যারা বিহারের স্বার্থ চান। যদি বিপুল সংখ্যক মানুষ এই প্রচারণার অধীনে যোগদান করে এবং রাষ্ট্রের অবস্থার পরিবর্তনের জন্য একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনে একমত হন, তবে তা করার চেষ্টা করা হবে।”নতুন রাজনৈতিক দল নিয়ে প্রশান্ত কিশোরের এদিনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।

 

প্রসঙ্গত, গত সোমবার প্রশান্ত কিশোরের টুইট ঘিরে জল্পনার শুরু হয়। প্রশান্ত কিশোর লেখেন, ‘’গণতন্ত্রে অর্থপূর্ণভাবে অংশ নেওয়ার ও জনতার পক্ষে নীতি গঠনে সাহায্যের জন্য ১০ বছর ধরে অন্বেষণ করলাম। এখন রিয়েল মাস্টার হওয়ার সময় এসেছে। ইস্যুগুলো আরও ভালো করে বুঝতে মানুষের কাছে যাওয়ার সময় এসেছে। জন সুরজ- পিপলস গুড গভর্ন্যান্স (মানুষের সুশাসন)।‘’ টুইটের শেষাংশে লিখেছেন, ‘শুরুয়াত বিহার সে’। যা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের মনে হয়েছে তিনি নতুন করে দল তৈরীর শুরুয়াত করেছেন। আপাতত

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top