সোশ্যাল মিডিয়ায় পুরুষবন্ধুর সাথে জলকেলির ছবি- নির্মম ট্রোলের মুখে মন্দিরা!

সোশ্যাল মিডিয়ায় পুরুষবন্ধুর সাথে জলকেলির ছবি- নির্মম ট্রোলের মুখে মন্দিরা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সোশ্যাল মিডিয়ায় পুরুষবন্ধুর সাথে জলকেলির ছবি- নির্মম ট্রোলের মুখে মন্দিরা! সোশ্যাল সাইটে খুবই জনপ্রিয় মন্দিরা বেদী। দুর্ভাগ্যবশত বেশ কিছু মাস ধরেই তার পৃথিবীটা শূন্য হয়ে গিয়েছে।কারণ,২০২১ এর জুন মাসেই তিনি হারিয়েছেন তার স্বামী রাজ কৌশলের। কিন্তু, তবু,সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাদের জন্য তিনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন স্বাভাবিক জীবনে ফিরতে। আর মাঝে কিছুদিন অফ থাকলেও সম্প্রতি তিনি আবার সোশ্যাল সাইটে সক্রিয় হয়েছেন। সঞ্চালিকা-অভিনেত্রীর ওয়ার্কআউটের ছবি, কখনও না নানা জীবনদর্শের পোস্ট তিনি দিতেনই। এবার তিনি ইনস্টাগ্রামে পোস্ট করলেন, এক পুরুষবন্দুর সঙ্গে জলকেলির কিছু ছবি।

 

আর শুরু হয়ে গেল নেটিজেনদেরমন্দিরাকে নিয়ে ট্রোল,কুৎসিত ইংগিত, সমালোচনা ও কটাক্ষ।কিন্তু কি এমন করেছিলেন মন্দিরা।জানা গিয়েছে মন্দিরা বেদীকে সুইমিং পুলে দেখা গিয়েছে পরিচালক-প্রযোজক বিক্রমাদিত্য মোটওয়ানের ভাই আদিত্যর সঙ্গে।, বহুদিনের বন্ধুত্ব তাঁদের মধ্যে তা সর্বজনবিদিত।আদিত্যর জন্মদিনেই ছবিগুলো পোস্ট করে মন্দিরা ক্যাপশনে লেখেন, ” শুভ জন্মদিন আদি। তুমি আমার কাছে কী, আমাদের মধ্যেকার সমীকরণ কেমন, আমি তোমায় কতটা বিশ্বাস করি…এই ছবিগুলোই সব দিচ্ছে!

আরও পড়ুন- ফের প্রাতঃভ্রমণণে বেরিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ

তোমায় অনেক ভালবাসা, জীবনে অনেক সাফল্য পাও।” মন্দিরার পোস্ট থেকেই জানা যায়, সেই ১৭ বছর বয়স থেকে তাদের দুজনের বন্ধুত্ব।আর ছবিতে দেখা যায়,মন্দিরা আদিত্যর নাকে হাত দিয়ে রয়েছেন।এছাড়াও, বন্ধুত্বের গভীরতা বোঝাতে মন্দিরা লেখেন, ”করোনা পরিস্থিতিতেও আমরা এভাবে ছবি তুলতে পারি।”আর এরপরই সমালোচনা মুখর হয়ে ওঠে নেটদুনিয়া। আর কিছু কিছু নেটিজেনদের প্রশ্ন, “স্বামীর প্রয়াণের এক বছরও পূর্ণ হয়নি, এরমধ্যেই কীভাবে পুরুষ বন্ধুর সঙ্গে সুইমিং পুলে আনন্দে মেতেছেন মন্দিরা?”

 

প্রসঙ্গত,১৯৯৯ সালে মন্দিরা আর রাজ কৌশল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালে তাঁদের প্রথম সন্তান বীরের জন্ম হয়। এর পরে তারা একটি শিশুকন্যা দত্তক নেন ও নাম রাখেন বেদী কৌশল। কিন্তু ৪৯ বছর বয়সেই আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজের।এদিকে,জীবনসাথীর মৃত্যুর পর নিজের জীবন কে স্বাভাবিক করে তোলার চেষ্টাতেই হয় তাঁকে প্রিয় বান্ধবী মৌনী রায়ের বিয়েতেও দেখা গিয়েছিল।তারপরেই এই পোস্ট এবং তা ঘিরে বিতর্ক।যদিও মন্দিরা এই ধরনের ট্রোলিংয়ের কোনও উত্তর না দিয়ে পোস্টের কমেন্ট-এর অপশন বন্ধ করে দেন বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top