স্থলভাগে প্রভাব না ফেলতেও পারে ‘অশনি’! আমফান ও ইয়াসের প্রভাব কাটতে না কাটতেই আরো একটি ঘূর্ণিঝড়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তা এবার গতি হারিয়ে স্থলভাগে প্রভাব না ফেলতেও পারে বলে মনে করছেন আবহাওয়া দফতর। একটি সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে IMD-র ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, ‘অশনি’ নামের যে ঘূর্ণিঝড়টি জলভাগে তৈরি হচ্ছিল তা স্থলভাগে আছড়ে নাও পড়তে পারে। কারন ঘূর্ণিঝড়টি মত এগিয়ে আসছে তার শক্তি কমে যাচ্ছে।
সাথে তিনি এও জানান, ‘’ওডিশা বা অন্ধ্রপ্রদেশ, কোথাও ল্যান্ডফল নাও হতে পারে ঘূর্ণিঝড়ের। পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ধরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের কাছে ১০ মে সন্ধ্যায় পৌঁছবে ঝড়টি। কিন্তু, এরপরই গতিপথ বদল করবে ঝড়। গতিপথ বদল করে উত্তর উত্তরপূর্ব দিকে এগিয়ে ওডিশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অগ্রসর হবে।‘’
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যেই তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ উত্তর পশ্চিম দিকে সরে আসছে। শনিবারের মধ্যেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়াবিদদের ধারণা, রবিবার সন্ধের মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আর ও পড়ুন বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী
প্রসঙ্গত, ২০২০ সালের আমফান ও ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াস তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল রাজ্যের একটা অংশ। এরপর আবার ‘অশনি’ আতঙ্ক শুরু হয়েছে রাজ্যের উপকূলীয় এলাকাগুলোতে। যদিও ঘূর্ণিঝড় আসলে তার মোকাবিলা কি ভাবে করা যায় তার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। উপকূলবর্তী অঞ্চলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ হাওড়া, হুগলিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।