মুখ্যমন্ত্রীর জনসভা সফল করতে সাঁকরাইলে তৃণমূলের প্রস্তুতি সভা। আগামী 19 শে মে ঝাড়গ্রাম স্টেডিয়াম এ দলের নেতা ও বুথ স্তরের নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়্গ্রাম জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তারই প্রস্তুতি সভা চলছে। রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর কেশিয়াপাতা হাই স্কুল মাঠে সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
আর ও পড়ুন বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী
ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি ও বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ, তৃণমূল কংগ্রেসের নেতা স্বপন পাত্র সহ আরো অনেকে। ওই প্রস্তুতি সভা থেকে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
প্রস্তুতি সভা থেকে এদিন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি তথা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কিছু খামতি ছিল বলেই ২০১৯ এড লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার ফলাফল খারাপ হয়েছিল। তবে ২০২১ সালের বিধানসভার নির্বাচনে ঝাড়গ্রাম জেলার মানুষজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাত তুলে আশীর্বাদ করেছেন। ঝাড়গ্রাম জেলা জুড়ে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তাই আগামী ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে যেন কোন রকমের খামতি না থাকে তার জন্যই ব্লকের বুথ স্তরের নেতা কর্মীদেরকে সংগঠনকে ভালোভাবে মজবুত করতে হবে।
এবং মানুষের অভাব অভিযোগ এর কথা শুনতে হবে এবং তার সমাধান করতে হবে।তৃণমূল কংগ্রেসএর কর্মী হতে গেলে আদর্শ এবং সততা দুটোই প্রয়োজন। গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো বলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর আগামী 19 শে মে ঝাড়গ্রাম স্টেডিয়াম এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা,তাই তৃণমূল কংগ্রেসের সমস্ত ব্লক নেতৃত্ব থেকে বুথস্তরের নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য তিনি আহ্বান জানান ওই জনসভা থেকে।
এদিন ওই প্রস্তুতি সভা শেষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেশিয়াপাতা হাইস্কুল প্রাঙ্গন থেকে মিছিল করে কেশিয়াপাতা বাজার এলাকা পরিক্রমা করা হয়। ওই মিছিল থেকে এলাকার সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আগামী 19 শে মে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনসভায় যাওয়ার আহ্বান জানানো হয়। বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন আগামী 12 ই মে বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী দলীয় নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভার জন্য ঠিক হয়েছিল। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের আশংকায় সেই সভা কয়েকদিন পিছিয়ে আগামী উনিশে মে করা হয়েছে।