চাকরি দেয়ার নাম করে টাকা নিয়ে পরিচারিকার কাজ, আদিবাসী কটূক্তি! অভিযোগ হুমায়ুন কবীরের বিরুদ্ধে

চাকরি দেয়ার নাম করে টাকা নিয়ে পরিচারিকার কাজ, আদিবাসী কটূক্তি! অভিযোগ হুমায়ুন কবীরের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে করানো হয়েছে পরিচারিকার কাজ। শুধু তাই নয়, আদিবাসী বলে কটূক্তিও করেছেন। এমনই অভিযোগ উঠল হুমায়ুন কবীরের। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ওই তরুণী অভিযোগ করে বলেন, চাকরি দেওয়ার নাম করে চেয়েছিলেন ৫ লক্ষ টাকা।

 

২ লক্ষ টাকা নিয়েও কাজ না দিয়ে পরিচারিকার কাজ করিয়েছেন। আদিবাসী বলে কটূক্তি করতেও ছাড়েননি। রাজ্যের করিগরি শিক্ষা দফতরের মন্ত্রী হুমায়ুন কবীরের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ওই তরুণী। অভিযোগকারিণী সবিতা লায়েকের দাবি, চাকরি দেওয়ার নাম করে মন্ত্রী হুমায়ুন কবীর তাঁকে কলকাতায় ডেকে পাঠান। কিন্তু কাজ দেওয়ার বদলে আড়াই মাস ধরে তাঁকে পরিচারিকার কাজ করানো হয়েছে।

 

এর পাশাপাশি তিনি বলেন, “উনি আমাকে অফিসের মুখ দেখাননি, কিছুই করেননি। বাড়িতেই আমাকে ঝি-চাকরের কাজ করিয়েছে। বাড়ির সমস্ত কাজ। ঘর মোছা থেকে বাথরুম পরিষ্কার থেকে কুকুর বাচ্চা রেখেছিলেন। তার পটি পরিষ্কার থেকে সবকিছু এ টু জেড। ওনার মেয়ের জন্যও কাজ করিয়েছেন।” অভিযোগকারিণী জানান,  “একদিন উনি বোতাম সেলাই করতে বলেন। আমি বলি আমি এটা জানি না। উনি একজন মন্ত্রী হয়ে বললেন, তুই কি রাজার বাড়ি থেকে এসেছিস নাকি? আদিবাসী ছোট জাত। জঙ্গলে থাকা লোক এ কী চাকরি করবে। এর জঙ্গলে থাকা দরকার।

 

আর ও পড়ুন    আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী

 

ওনার স্ত্রীও আমাকে গালাগালি করেছেন। তারপর বলেছে এখানে তোর কোনও আশ্রয় নেই। তারপরের দিন ঘাড় ধাক্কা মেরে বের করে দিয়েছে ওনার বাড়ি থেকে।” যদিও এই সব অভিযোগ অস্বীকার করে বিজেপির দিকে আঙুল তুলেছেন রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর। তার বক্তব্য, “মিথ্যে অভিযোগ করা হচ্ছে। বিজেপি প্রোপাগোন্ডা তৈরি করছে। মেয়েটি শীঘ্রই কাজে যোগদান করবে। সে স্বেচ্ছায় কাজ ছেড়ে চলে এসেছে। ওকে দিয়ে কোনও কাজ করানো হয়নি। ও যেদিন জয়েন করবে, আমরা জয়েন কোরিয়ে দেবো। এটা একটা রাজনৈতিক চক্রান্ত বিজেপি এর মধ্যে রয়েছে। উনার কিছু এভিডেন্স আছে আমার কাছে এগুলো দেখালে এক মিনিটের মধ্যে বুঝতে পারবেন এটা মিথ্যে অভিযোগ।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top