অশনির সংকেতে লিচু চাষিদের মাথায় হাত

অশনির সংকেতে লিচু চাষিদের মাথায় হাত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অশনির

অশনির সংকেতে লিচু চাষিদের মাথায় হাত। লিচু না পাকতেই পেড়ে ফেলতে ব্যাস্ত চাষীরা। লিচু এখনও পুরোপুরি পাকতে ১৫ থেকে ২০ দিন সময় দরকার কিন্তু বাঁধ সেধেছে অশনি আর সেই কারণেই কাঁচা অবস্থাতেই তা পেড়ে ফেলে পাইকারী বাজারের উদ্দেশ্যে নিয়ে এসেছে লিচু চাষীরা।

 

জামাই ষষ্ঠীর বাজার তো দূর অস্ত অশনির প্রভাব যদি নদিয়ায় পরে গাছের লিচু রাখা যাবে না আর তাই কোনরকম ঝুঁকি না নিয়ে যা দাম ওঠে তাতেই বিক্রির উদ্দেশ্যে নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের হাঁসখালী বাজারে ঝুড়িভর্তি করে নিয়ে এসেছে গ্রীস্মের মরসুমের সেরা ফল লিচু।

 

আসলে লিচু এমন একটি ফল যা সংরক্ষন করার কোনও ব্যবস্থা নেই। অশনির প্রভাব যদি নদীয়া জেলায় পড়ে এবং বৃষ্টিপাত শুরু হয় গাছের লিচু রাখা যাবে না সব ঝরে পড়ে যাবে আর তাই তাড়াহুড়ো করে লিচু ভাঙার কাজ শুরু হয়েছে নদীয়ার বিভিন্ন জায়গায়। আমের ফলন এমনিতেই কম তাই আমের মতো লিচুতেও এবার লাভের মুখ দেখবে না চাষিরা।

 

উল্লেখ্য,  অশনির সংকে্তে লিচু চাষিদের মাথায় হাত। লিচু না পাকতেই পেড়ে ফেলতে ব্যাস্ত চাষীরা। লিচু এখনও পুরোপুরি পাকতে ১৫ থেকে ২০ দিন সময় দরকার কিন্তু বাঁধ সেধেছে অশনি আর সেই কারণেই কাঁচা অবস্থাতেই তা পেড়ে ফেলে পাইকারী বাজারের উদ্দেশ্যে নিয়ে এসেছে লিচু চাষীরা।

 

আর ও পড়ুন     বসিরহাটে উদ্ধার হলো প্রচুর অস্ত্রশস্ত্র  

 

জামাই ষষ্ঠীর বাজার তো দূর অস্ত অশনির প্রভাব যদি নদিয়ায় পরে গাছের লিচু রাখা যাবে না আর তাই কোনরকম ঝুঁকি না নিয়ে যা দাম ওঠে তাতেই বিক্রির উদ্দেশ্যে নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের হাঁসখালী বাজারে ঝুড়িভর্তি করে নিয়ে এসেছে গ্রীস্মের মরসুমের সেরা ফল লিচু।

 

আসলে লিচু এমন একটি ফল যা সংরক্ষন করার কোনও ব্যবস্থা নেই। অশনির প্রভাব যদি নদীয়া জেলায় পড়ে এবং বৃষ্টিপাত শুরু হয় গাছের লিচু রাখা যাবে না সব ঝরে পড়ে যাবে আর তাই তাড়াহুড়ো করে লিচু ভাঙার কাজ শুরু হয়েছে নদীয়ার বিভিন্ন জায়গায়। আমের ফলন এমনিতেই কম তাই আমের মতো লিচুতেও এবার লাভের মুখ দেখবে না চাষিরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top