মা হতে চলেছেন দীপিকা? কি বললেন রণবীর! বর্তমানে রণবীর আলিয়ার বিয়ের পর বলি পাড়ার বর্তমান “হট টপিক” অভিনেত্রী দীপিকা পাডুকোনের মা হওয়ার গুঞ্জন।কারণ,কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি যেখানে কোলে বাচ্চার ছবি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল দিপীকার স্বামী রণবীর সিংকে। যদিও সেই সবটাই ছিল রণবীরের আসন্ন ছবি ‘জয়েশভাই জোরদার’ ছবিকে কেন্দ্র করে। প্রসঙ্গত,এই ছবিতে এক গুজরাতি বাবার চরিত্রে অভিনয় করছেন রণবীর।
সেই বাবা নিজের মা-বাবার হাত থেকে বউয়ের গর্ভে থাকা কন্যা সন্তানকে বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে। এত গুরুগম্ভীর একটি বিষয়কেও হাসির মোড়কে তুলে ধরায় ‘জয়েশভাই জোরদার’ নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে রয়েছে বলেই জানা যাচ্ছে। এছাড়াও, চলতি সপ্তাহের শুক্রবার ১৩ই মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি, তাই ছবির শেষ মুহূর্তের প্রচার কাজ চলছে। কিন্তু এই ছবির সাথেই কি চলছে রিয়েল লাইফের ফ্যামিলি প্ল্যানিং?
আর ও পড়ুন আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের মূল পাণ্ডা গ্রেফতার
কারণ, রণবীর যেন এমনই ইংগিত দিচ্ছেন। সূত্রের খবর,পিঙ্কিভিল্লার সাংবাদিকদের রণবীর জানান, এখন থেকেই তিনি বাচ্চাদের নতুন কোনো নাম পেলেই তা নোট করে রাখেন। এমনকি এটা এখন নেশা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে নিজেদের আসন্ন বাচ্চার জন্য নামের একটা লম্বা তালিকা তৈরি করে ফেলেছেন তিনি। একই সাথে রণবীর জানান, ‘আমি কাউকে বলব না ওগুলো। যদি পরে মিলে যায়। শুধু দীপিকার সঙ্গে আলোচনা করছি’।এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে,২০১৮ তে বিবাহপর্ব সেরেছেন বলিউডের জনপ্রিয় এই জুটি।এদিকে, ৪ বছর পার হয়ে যাওয়ায় তারা যে এখন ফ্যামিলি প্ল্যানিং করবেন সেটা খুবই স্বাভাবিক।
এছাড়াও রণবীর যে বাবা হওয়ার জন্য খুব ই আগ্রহী তা সর্বজনবিদিত। কারণ কিছুদিন আগেই নিজের টিভি শো ‘দ্য বিগ পিকচার’-এ রণবীর বলেছিলেন, ‘যেমনটা আপনারা জানেন যে, আমার বিয়ে হয়ে গিয়েছে। আর দু’ তিন বছরের মধ্যে সন্তানও হবে। আপনাদের বৌদি ছোটবেলায় এতটাই মিষ্টি ছিল যে আমি বলি, তোর মতোই একটা সন্তান চাই আমার। আমার জীবন সার্থক হয়ে যাবে। আমি তো সন্তানদের নামের তালিকাও তৈরি করতে শুরু করে দিয়েছি।’ আর এরপরই তাদের এই প্ল্যানিং নিয়ে মেতে উঠছে বলিপাড়া।যদিও ঠিক কবে মা হতে চলেছেন দীপিকা তা নিয়ে এখনো কোন মন্তব্য করেন নি রণবীর।