মানবিকতার প্রতিমূর্তি হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় । ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা সুনীতা শর্মার পাশে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত,এর আগেও বিভিন্ন সেবামূলক কাজে এগিয়ে এসেছেন তিনি।বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন তিনি।
সূত্রের খবর,হুগলির ভদ্রেশ্বরের তেলনিপাড়া মহাত্মা গান্ধী হাইস্কুলের শিক্ষিকতা করেন সুনীতা শর্মা। কিন্তু, ২০১৬ সাল থেকেই তিনি ক্যান্সারে আক্রান্ত হন। কিন্তু তাঁর স্কুলের প্রধান শিক্ষিকা সুনীতা দেবীকে দেন নি ক্যান্সার আক্রান্তদের জন্য বরাদ্দ স্পেশাল ছুটি। তবে,বিষয়টি এখানেই শেষ নয়,শিক্ষিকার গ্রেড পে বৃদ্ধির বিষয়টি থেকেও তাঁকে বঞ্চিত করেছেন সেই প্রধান শিক্ষক। এমনকী বিনা নোটিশে শিক্ষিকার বেতন থেকে ৮ হাজার টাকাও কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।
আর ও পড়ুন রামগঙ্গা নদী বাঁধ তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ
এই সমস্ত অভিযোগ শুনে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় স্কুলের প্রধান শিক্ষককে বুধবার সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে জানা যায়। এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে,ক্যান্সারে আক্রান্ত হওয়ায় শিক্ষিকার বর্তমানে প্রচুর টাকার প্রয়োজন হয়ে পড়েছে। জানা গিয়েছে, টাটা ক্যান্সার সেন্টারে বর্তমানে তাঁর চিকিত্সা চলছে।এদিকে,তাঁর ন্যায্য বেতন থেকে টাকা কেটে নেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুনীতা।
এদিকে,অভিযুক্ত প্রধান শিক্ষিকার দাবি,” দেরি করে স্কুলে ঢোকায় তাঁর বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। “মঙ্গলবার ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা সুনীতা শর্মার অভিযোগ শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারপতি অভিজিত্ বন্দ্যোপাধ্যায়। এরপরই ডেকে পাঠান অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে এবং বিচারপতি অভিজিত্ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে, বিনা নোটিশে কীভাবে বেতন কেটে নিতে পারেন প্রধান শিক্ষিকা সে প্রশ্ন ও করেন তিনি।
উল্লেখ্য, মানবিকতার প্রতিমূর্তি হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় । ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা সুনীতা শর্মার পাশে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত,এর আগেও বিভিন্ন সেবামূলক কাজে এগিয়ে এসেছেন তিনি।বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন তিনি।