ঘরের মধ্যে থেকে অর্ধনগ্ন অবস্থায় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য কদম্বাগাছিতে । ঘরের মধ্যে থেকে অর্ধনগ্ন অবস্থায় বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি উত্তর ২৪ পরগনা দত্তপুকুর এর কদম্বাগাছির কড়েয়া (শিব তলা) গ্রামের। পরিবার সূত্রে জানা যায় বছর ১৫ আগে বৃদ্ধার স্বামী মারা যান তিনি পোস্ট অফিসের কর্মী ছিলেন।
বৃদ্ধার নাম সন্ধ্যা বিশ্বাস বয়স আনুমানিক ৬৫, বৃদ্ধা একাই থাকতেন কড়েয়া গ্রামের নিজের বাড়িতে। বৃদ্ধার দুই ছেলে তারা অন্যত্রে থাকেন মাঝেমধ্যে মাকে এসে দেখে যেতেন । বুধবার দুপুর দুটো নাগাদ বৃদ্ধার নাতি দেখতে আসে বৃদ্ধাকে। অনেক ডাকাডাকির পর সাড়া না মেলায়। ঘর খুলে দেখা যায় হাত-পা বাঁধা অর্ধনগ্ন অবস্থায় বৃদ্ধা মৃত অবস্থায় পড়ে রয়েছে মাটিতে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কদম্বগাছি ফাঁড়ির পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
আর ও পড়ুন রামগঙ্গা নদী বাঁধ তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ
কিন্তু কিভাবে এই বৃদ্ধার মৃত্যু হল এবং কে বা কারা তাকে হাত পা বেঁধে অর্ধনগ্ন অবস্থায় মেরে ফেলে রেখে গেল প্রশ্ন উঠছে। বছর ৬৫ বৃদ্ধার এমন মৃত্যু কে ঘিরে এলাকার মানুষ স্তম্বিত । গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য চাপা উত্তেজনা রয়েছে মানুষের মধ্যে। বছর দুয়েক আগে ওই একই গ্রামের একি পাড়ায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে যা নিয়ে এখনও সি আই ডি তদন্ত চালাচ্ছে। তারপর বৃদ্ধার এমন অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে সেই অভিযোগের আঙ্গুল গ্রামবাসীদের দুষ্কৃতীদের দিকে। বৃদ্ধার পরিবারেও একই অভিযোগ দুষ্কৃতীরাই এমন জঘন্য ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন ।
বলাবাহুল্য ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে কদম্বগাছি পুলিশ ফাঁড়ি। জনবহুল এলাকায় বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু প্রশাসনিক নজরদারির অভাবকে চোখ রাঙাতে পিছুপা হয়না। এলাকাবাসীর অভিযোগ রাস্তার মোড়ে মোড়ে মদ-গাঁজা, জুয়া, সাট্টার, আসর বসে প্রতিদিন। এগুলো কে কেন্দ্র করে এলাকায় বহিরাগত অপরিচিত মানুষের আনাগোনা রোজ । কোনরকম পুলিশি নজরদারি নেই এলাকায় তেমনি অভিযোগ এলাকাবাসীর। আরো অভিযোগ এলাকাবাসীর তারা যে নিরাপত্তার অভাবে ভুগছে তা বলার অপেক্ষা রাখে না।