তিনদিনের জন্য ভারত নেপাল সীমান্ত বন্ধ হতেই মন্দার মুখে ব্যবসায়ীরা। শিলিগুড়ির লাগোয়া ভারত নেপাল সীমান্ত বন্ধ। তিনদিনের জন্য ভারত নেপাল সীমান্ত বন্ধ হতেই ধূ ধূ করছে শিলিগুড়ির পানিট্যাঙ্কি বাজার এলাকা। মন্দার মুখে কয়েক হাজার ব্যাবসায়ীরা। তিনদিন সীমান্তে প্রবেশের অনুমতি মিলবে না পর্যটকদেরও। সম্প্রতি নেপাল রাষ্ট্রের পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে ওই দেশের জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে ভারত থেকে নেপাল প্রবেশের সমস্ত সীমান্ত গুলি তিন দিনের জন্য বন্ধ থাকছে।আগামী ১৩ই মে নেপালে পুরসভা নির্বাচন রয়েছে।
আর সেকারনেই ১১ই মে বুধবার থেকে ১৩ই মধ্যরাত পর্যন্ত সীমান্ত বন্ধের নির্দেশিকা জারি করেছে নেপাল। ওই দেশের ঝাঁপা জেলা প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়। আন্তঃ রাষ্ট্র নিরাপত্তার কারনে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত বর্তী দেশের সীমানা বন্ধ করা হয়।সেমতই রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার খাতিরে নির্বাচনের ৪৮ ঘন্টা আগেই সিল করা হয়েছে সীমান্ত। চীন লাগোয়া সীমান্ত গুলিতে অতিরিক্ত নজর কায়েম করে ওই দেশের প্রশাসনের তরফে বন্ধ রাখা হয়েছে।এই নিয়ম জারি থাকছে পশ্চিম বঙ্গ সহ ভারতের উত্তরাখন্ড, বিহার, উত্তর প্রদেশ রাজ্যের সঙ্গে থাকা নেপালের সীমান্তে।
আর ও পড়ুন রামগঙ্গা নদী বাঁধ তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ
এদিকে সীমানা সিল হতেই সম্পূর্ণ ভাবে ব্যবসা বানিজ্য বন্ধ হয়ে পড়েছে শিলিগুড়ির নেপাল সীমান্তপানিট্যাঙ্কি এলাকা। ছোট বড় মিলে মোট প্রায় ১২০০বেশি ব্যবসায়ী রয়েছে এই সীমান্তবর্তী এলাকায়। যাদের সম্পূর্ণভাবে নেপাল ও ভারতের যাতায়াতকারী যাত্রীদের ওপরই নির্ভরশীল।
দৈনন্দিন কয়েক কোটি টাকার ব্যবসা হয়। এছাড়া পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে পর্যটন ব্যবসার পাশাপাশি বিশেষত মুখ দেখতে হচ্ছে নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কির ব্যবসায়ীদের। তারা বলেন কোভিডের সময় থেকে টানা দুবছর বন্ধ ছিল সীমান্ত। সে আর্থিক মন্দা এখনও সম্পূর্ণরূপে কাটানো সম্ভব হয়নি। টানা তিনদিনের বন্ধে ফের মন্দার মুখ দেখতে হচ্ছে ব্যবসায়ীদের।