ভোররাতে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গোলাগুলি! নেপথ্যে ৩০-৪০ জন দুষ্কৃতী। যার জেরে গুলি বিদ্ধ হয়েছেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৩টে নাগাদ খড়্গপুর শহরের সাউথসাইড ধোবিঘাট এলাকায়। জানা গেছে, আহতের নাম সুনীল গুপ্তা। তাঁর পেটে ও পায়ে মিলিয়ে মোট ৪টি গুলি লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুপ্তা পরিবারের তরফে অভিযোগ, প্রতিবেশী সিং পরিবারই দুষ্কৃতী ভাড়া করে তাঁদের বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে। গুলি চালানোর পাশাপাশি মারধর ও এলাকা ছাড়ার হুমকিও দিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ এমনটাই। এই অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের করেছেন সুনীল গুপ্তার পরিবার।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নাম ছোট সিং, গনেশ সিং, রামলাড্ডু সিং, সোনি সিং, গুড্ডু সিং। এরা সকলেই ধোবিঘাট এলাকারই বাসিন্দা। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তবে এদিন সকালে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়্গপুর টাউন থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী সিং পরিবারের সঙ্গে সুনীল গুপ্তার পরিবারের দীর্ঘদিনের বিবাদ। বছর দুয়েক আগেও এরকম মারধরের ঘটনা ঘটেছিল এবং পরস্পর-পরস্পরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিল। তবে সেবার গুলি চালনার মতো কোনও ঘটনা ঘটেনি।
আর ও পড়ুন রামগঙ্গা নদী বাঁধ তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ
উল্লেখ্য, ভোররাতে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গোলাগুলি! নেপথ্যে ৩০-৪০ জন দুষ্কৃতী। যার জেরে গুলি বিদ্ধ হয়েছেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৩টে নাগাদ খড়্গপুর শহরের সাউথসাইড ধোবিঘাট এলাকায়। জানা গেছে, আহতের নাম সুনীল গুপ্তা। তাঁর পেটে ও পায়ে মিলিয়ে মোট ৪টি গুলি লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুপ্তা পরিবারের তরফে অভিযোগ, প্রতিবেশী সিং পরিবারই দুষ্কৃতী ভাড়া করে তাঁদের বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে। গুলি চালানোর পাশাপাশি মারধর ও এলাকা ছাড়ার হুমকিও দিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ এমনটাই। এই অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের করেছেন সুনীল গুপ্তার পরিবার।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নাম ছোট সিং, গনেশ সিং, রামলাড্ডু সিং, সোনি সিং, গুড্ডু সিং। এরা সকলেই ধোবিঘাট এলাকারই বাসিন্দা। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তবে এদিন সকালে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়্গপুর টাউন থানার পুলিশ।