‘অপরাজিত’ এবার দেখানো হবে ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’

‘অপরাজিত’ এবার দেখানো হবে ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘অপরাজিত’ এবার দেখানো হবে ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক অনীক দত্তের ‘অপরাজিত’। এই পরিস্থিতিতে আরো একটি বিরাট খবর এল ছবির টিমের কাছে। এবার ‘অপরাজিত’ দেখানো হবে ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ এই খবরে স্বভাবতই খুশির আমেজ এসেছে বাংলা চলচ্চিত্র সমাজে।

 

এছাড়াও সত্যজিত্‍ রায়ের জন্মদিনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে মুম্বইয়ে আয়োজিত ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন পরিচালক শ্যাম বেনেগল। অনীক দত্তর এই ছবি দেখে ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এখানেই শেষ নয়, সত্যজিত্‍ রায়ের চরিত্রের জিতু কমলের অভিনয় দেখে তাকেও শুভেচ্ছা জানিয়েছেন শ্যাম বেনেগল।

 

প্রসঙ্গত, কিছু দিন আগেই সত্যজিৎ রায়ের মৃত্যু বার্ষিকীতে মুক্তি পেয়েছে সত্যজিত্‍ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’র নেপথ্যে লুকিয়ে থাকা কাহিনী নিয়ে তৈরি ‘অপরাজিত’র ট্রেলার। এদিন ট্রেলার লঞ্চের ক্যাপশনে লেখা ছিল, ‘মহারাজা, তোমা-RAY সেলাম’। ট্রেলারের মধ্যেই ছবির প্রেক্ষাপট নিয়ে বিশেষ আভাস পাওয়া গিয়েছিল।

আর ও পড়ুন    রামগঙ্গা নদী বাঁধ তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ 

সেখানে দেখা গেছে, ১৯৫৫ সালের মুক্তি প্রাপ্ত ‘পথের পাঁচালী’ তৈরি করতে সত্যজিৎ রায়কে অনেক ওঠা নামার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ছবিতে তথাকথিত নাচ গান না থাকায় কোনো প্রযোজক এগিয়ে আসতে চাইছিলেন না। এই পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছিলেন পরিচালকের স্ত্রী বিজয়া রায়। যদিও অপরাজিত ছবিতে মূল কাহিনীর থেকে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে। অনীক দত্তের এই ছবিতে সত্যজিত্‍ রায়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অপরাজিত রায়। অন্যদিকে ‘পথের পাঁচালি’ ছবির নাম বদলে রাখা হয়েছে ‘পথের পদাবলী’। আবার বিজয়া রায়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিমলা রায়।

 

এই ছবিটিতে সত্যজিত্‍ রায়ের ভূমিকায় থাকছেন জিতু কমল। অন্যদিকে তার বিপরীতে স্ত্রী বিমলার চরিত্রে অভিনয় করছেন সায়নী ঘোষ এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এই যে ছবিতে ইন্দিরা ঠাকুরণ-এর চরিত্রে অভিনয় করবেন একজন পুরুষ। নাম হরবাবু। ইন্দিরা ঠাকুরণের চেহারের সাথে বর্তমানের কোনো মহিলার চেহারায় সামঞ্জস্য খুঁজে না পাওয়ার কারণেই হরবাবুকে বেছে নিয়েছেন অনীক। তবে তা না বললে কেও ধরতেই পারবেন না আসল কে আর নকল কে। এখন মুক্তির অপেক্ষায় দর্শক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top