শতবর্ষের দোরগোড়ায় মৃণাল সেন- কি সুখবর দিলেন পুত্র কুণাল সেন? শনিবার ছিল কিংবদন্তী পরিচালক মৃণাল সেনের জন্মদিন। আর এদিনেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন মৃণাল-পুত্র কুণাল সেন। কুণাল লিখেছেন, ‘আজ বাবা থাকলে বয়স হত ৯৯ । পরিচালক এবং মানুষ হিসেবে পরিপূর্ণ জীবন কাটিয়ে গিয়েছেন। শতবর্ষের কাছাকাছি এসে পরিচালক হিসেবে তাঁর সেরা প্রাপ্তি ঘটতে চলেছে। তিন-তিনটি ছবি তৈরি হতে চলেছে তাঁর জীবন ও কাজকে উদযাপন করে।’ প্রসঙ্গত,সত্যজিৎ রায়ের সতীর্থ তিনি,বাঙালি বড় আপন,বড় ভালবাসার পরিচালক তিনি।
তিনি কখনওই সত্যজিৎ হতে চাননি৷ বরং তিনি সর্বদাই আপন আলোয় উজ্জ্বল ছিলেন। সত্যজিৎ রায়ের মৃত্যুর ২৬ বছর পরে মৃত্যু হয় তাঁর।বর্তমানে তাঁর কাজ নিয়েই ছবি বানাতে চলেছেন অঞ্জন দত্ত। খারিজ ছবিটিকে নবরূপে নির্মাণ করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়৷এছাড়াও, মৃণাল সেনের শতবর্ষে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। মৃণালের জন্মদিনেই ছবির পোস্টারটি টুইটারে ভাগ করে নিয়েছেন সৃজিত। সঙ্গে লিখেছেন, ‘সেই লকডাউনের সময় থেকেই অপেক্ষায় ছিলাম। শতবর্ষ উদ্যাপন শুরুর পরে অবশেষে এল সেই দিন। আন্তর্জাতিক ছবির দুনিয়া পাল্টে দিতে চাওয়াএক মানুষের একশো বছর পালন করছি আমরা।’ সেই ছবির পোস্টারের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি।
উল্লেখ্য, শনিবার ছিল কিংবদন্তী পরিচালক মৃণাল সেনের জন্মদিন।আর এদিনেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন মৃণাল-পুত্র কুণাল সেন। কুণাল লিখেছেন, ‘আজ বাবা থাকলে বয়স হত ৯৯ । পরিচালক এবং মানুষ হিসেবে পরিপূর্ণ জীবন কাটিয়ে গিয়েছেন। শতবর্ষের কাছাকাছি এসে পরিচালক হিসেবে তাঁর সেরা প্রাপ্তি ঘটতে চলেছে। তিন-তিনটি ছবি তৈরি হতে চলেছে তাঁর জীবন ও কাজকে উদযাপন করে।’ প্রসঙ্গত,সত্যজিৎ রায়ের সতীর্থ তিনি,বাঙালি বড় আপন,বড় ভালবাসার পরিচালক তিনি।
তিনি কখনওই সত্যজিৎ হতে চাননি৷ বরং তিনি সর্বদাই আপন আলোয় উজ্জ্বল ছিলেন। সত্যজিৎ রায়ের মৃত্যুর ২৬ বছর পরে মৃত্যু হয় তাঁর।বর্তমানে তাঁর কাজ নিয়েই ছবি বানাতে চলেছেন অঞ্জন দত্ত। খারিজ ছবিটিকে নবরূপে নির্মাণ করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়৷এছাড়াও, মৃণাল সেনের শতবর্ষে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। মৃণালের জন্মদিনেই ছবির পোস্টারটি টুইটারে ভাগ করে নিয়েছেন সৃজিত। সঙ্গে লিখেছেন, ‘সেই লকডাউনের সময় থেকেই অপেক্ষায় ছিলাম। শতবর্ষ উদ্যাপন শুরুর পরে অবশেষে এল সেই দিন। আন্তর্জাতিক ছবির দুনিয়া পাল্টে দিতে চাওয়াএক মানুষের একশো বছর পালন করছি আমরা।’ সেই ছবির পোস্টারের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি।