ক্লোরিন গ্যাসের কন্টেনার লিক করে অসুস্থ ১৮

ক্লোরিন গ্যাসের কন্টেনার লিক করে অসুস্থ ১৮

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ক্লোরিন গ্যাসের কন্টেনার লিক করে অসুস্থ ১৮। ভয়াবহ দুর্ঘটনা! ক্লোরিন গ্যাসের কন্টেনার লিক করে গুরুতর অসুস্থ ১৮। ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদ শহরের রেজিস্ট্রি অফিস মোড় সংলগ্ন এলাকার লালবাগ মহকুমা P.H.E. দপ্তরের একটি পরিতক্ত রিজার্ভার ভাঙ্গার সময়। জানা গেছে, সোমবারের দিন একটি বুলডোজার দিয়ে মুর্শিদাবাদ শহরের রেজিস্ট্রি অফিস মোড় সংলগ্ন লালবাগ মহাকুমার P.H.E. দপ্তরের একটি পরিত্যক্ত রিজার্ভার ভাঙার কাজ চলছিল P.H.E. দফতরের কর্মীরা তখনই ভুলবশত ওই বুলডোজারটি মাটির তলার ক্লোরিন গ্যাসের কন্টেইনারে আঘাত করে আর যার ফলে ক্লোরিন গ্যাসের কন্টেনার লিক হয়ে যায়,

 

ক্লোরিন গ্যাসের কন্টেইনারে লিক হয়ে যাওয়ায় ঝাঁঝালো গ্যাসের গন্ধে P.H.E. দপ্তরে কর্মরত চারজন সহ পার্শ্ববর্তী এলাকার 14 জন অসুস্থ হয়ে পড়েন, গুরুতর অসুস্থ অবস্থায় মোট 18 জনকে মুর্শিদাবাদ শহরের লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে, পাশাপাশি একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে লালবাগ মহাকুমা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন – বেঙ্গল সাফারির মুকুটে জুড়ছে আরও এক নয়া পালক

বিশেষজ্ঞদের মতে, এই ক্লোরিন গ্যাস লিক হয়ে সাধারণ মানুষের শরীরে প্রবেশ করলে সাধারন মানুষের প্রাণ চলে যেতে পারে তবে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন সহ মুর্শিদাবাদ থানার পুলিশ প্রশাসন। P.H.E. দপ্তরের ওই ক্লোরিন গ্যাসের কন্টেইনারটি যেখানে লিক হয়ে ছিল সেয় জায়গাটি বর্তমানে বালি দিয়ে ঢেকে রেখেছে দমকলের কর্মীরা। তবে মুর্শিদাবাদ শহরের অন্যতম জনবহুল এলাকায় রেজিস্ট্রি অফিস মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে যাওয়ায় উদ্বেগ বাড়ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top