ফিরহাদ হাকিমের হাত ধরে নিউটাউনে উদ্ভোধন হল পাঁচটি সিএনজি চালিত বাস

ফিরহাদ হাকিমের হাত ধরে নিউটাউনে উদ্ভোধন হল পাঁচটি সিএনজি চালিত বাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফিরহাদ হাকিমের হাত ধরে নিউটাউনে উদ্ভোধন হল পাঁচটি সিএনজি চালিত বাস। রাজ্যে ক্রমে বাড়ছে জ্বালানির দাম। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ক্রমশ পেট্রোল- ডিজেলের বদলে আরও বেশি করে বিকল্প জ্বালানি ব্যবহারের উপরে জোর দিচ্ছে। সেই লক্ষ্যেই এবার নিউ টাউনে নতুন পাঁচটি সিএনজি চালিত বাসের উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ নতুন এই বাসগুলি নিউ টাউনের শাপুরজি থেকে উল্টোডাঙা স্টেশন পর্যন্ত চলবে৷

 

সেক্টর ফাইভে কর্মরতরা সুবিধার দিনই দেখতে চলেছেন। এই বাসের ভাড়া আপাতত ২০ টাকা। এরপরে দু’টি স্তরে ভাড়া যথাক্রমে ২৫ ও ৩৫ টাকা। রাজ্য সরকার চাইছে, বেসরকারি বাসগুলিও যাতে ডিজেলের বদলে সিএনজি-তে চালানো যায়৷ কিন্তু বাস মালিকদের অভিযোগ, বাস সিএনজি-তে চালানোর উপযুক্ত করতে একদিকে কয়েক লক্ষ টাকা খরচ যেমন হবে, তার উপর শহরে সিএনজি গ্যাস ভরানোর জায়গাও অত্যন্ত কম৷ এই প্রসঙ্গে এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য৷ আপাতত বেঙ্গল গ্যাস নামে একটি সংস্থা এই গ্যাস সরবরাহ করছে৷

আরও পড়ুন – বেঙ্গল সাফারির মুকুটে জুড়ছে আরও এক নয়া পালক

পাশাপাশি পাইপলাইনের মাধ্যমেও সিএনজি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে৷ বিভিন্ন পেট্রোল পাম্পেও মিলছে সিএনজি৷ পাশাপাশি সরকারি এবং বেসরকারি বাসের জন্য সরকারি বাস ডিপোগুলিতে সিএনজি স্টেশনও তৈরি করা হচ্ছে৷ তিনি এও জানান, সিএনজি-র পাশাপাশি ব্যক্তিগত এবং ছোট গাড়ির ক্ষেত্রে ব্যাটারি চালিত যানবাহনের উপরে জোর দেওয়া হচ্ছে৷ তাই আপাতত এই বাস শহরের বুকে চালু হওয়াতে কিছুটা হলেও আশানুরূপ শহরবাসী।

 

উল্লেখ্য, রাজ্যে ক্রমে বাড়ছে জ্বালানির দাম। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ক্রমশ পেট্রোল- ডিজেলের বদলে আরও বেশি করে বিকল্প জ্বালানি ব্যবহারের উপরে জোর দিচ্ছে। সেই লক্ষ্যেই এবার নিউ টাউনে নতুন পাঁচটি সিএনজি চালিত বাসের উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ নতুন এই বাসগুলি নিউ টাউনের শাপুরজি থেকে উল্টোডাঙা স্টেশন পর্যন্ত চলবে৷ উদ্ভোধন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top