চুপি চুপি বিয়ে সেরেছেন নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদি। ভক্তদের বিয়ের খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অঙ্গদ বেদির সঙ্গে কেন চুপিসাড়ে বিয়ে সারলেন নেহা ধুপিয়া, তা নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শুরু হয়। এমনকী, নেহা অন্তঃস্বত্তা বলেই কি তড়িঘড়ি বিয়ে সারলেন, এমন প্রশ্নও উঠতে শুরু করে বিভিন্ন মহলে। যদিও, নেহার অন্তঃস্বত্তা হওয়ার খবর পুরোপুরি খারিজ করে দেন অঙ্গদ।