কৃত্রিম অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন বঙ্গের পিয়ালি! এভারেস্ট জয় করলেন বঙ্গতনয়া! রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রাখলেন চন্দননগরের পিয়ালি বসাক। তবে এখানেই শেষ নয়। আসল চমক হল সে কৃত্রিম অক্সিজেন ছাড়াই এভারেস্ট অভিযানে সফলতা অর্জন করলেন। পরিবারের তরফে এমনটাই দাবি করা হয়েছে। এর আগে অনেকেই এই নজির স্থাপন করেছেন। তবে বাঙালি হিসেবে এই প্রথম অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করার নজির গড়লেন পিয়ালি।
জানা গেছে, এভারেস্ট জয়ের পর বর্তমানে ক্যাম্প ৪-এ সামিট করে ফিরে আসছেন পিয়ালি বসাক। পিয়ালির এই জয় বাংলাকে বিশ্বের সামনে যে আরও একবার তুলে ধরল তা বলার অপেক্ষা রাখে না। স্বভাবতই তার এই জয়ে খু্শি পরিবার ও আত্মীয়রা সবাই। তবে এই খুশি শুধু পরিবার ও আত্মীয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, ছড়িয়েছে গোটা বাংলায়।
আরও পড়ুন – সাঁকরাইলের রোহিনী এলাকায় ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত তিন যুবক, চাঞ্চল্য এলাকায়
চন্দননগরের একটি স্কুলে পড়ান পিয়ালি। তবে পেশা শিক্ষকতা হলেও নেশা ছিল পর্বতারোহণ। আর এই নেশাতেই আর্থিক সমস্যা, সামাজিক বাধা কাটিয়ে একের পর এক শৃঙ্গে অভিযান চালিয়ে গিয়েছেন তিনি। গত অক্টোবর মাসে কৃত্রিম অক্সিজেন ছাড়াই জয় করেছিলেন পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ নেপালের মাউন্ট ধৌলাগিরি। তার আগে অবশ্য ২০১৮ সালে অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন।
এমনকী, আইস স্কেটিংয়েও রাজ্যের প্রথম মহিলা খেলোয়াড় ছিলেন তিনি। আর তারপরই ঠিক করেছিলেন যে অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়ের পথে তিনি পা বাড়াবেন। সেই মতো ২৮ মার্চ চন্দননগর থেকে এভারেস্টের পথে রওনা দেন পিয়ালি। যদিও এটা প্রথমবার নয়। ২০১৯ সালে এই পথে রওনা দিয়েছিলেন। কিন্তু, সেবার মাত্র ৮ হাজার ৪৩০ মিটার পর্যন্ত উঠেই ফিরতে হয়েছিল তাঁকে। তবে এবার লক্ষ্য পূরণ করেই ছাড়লেন পিয়ালি।



















