রায়পুরে বাগান ঘেরা জালে জড়ালো বিষাক্ত কেউটে এলাকায় চাঞ্চল্য, সর্প প্রেমী উদ্যোগে সাপটিকে ছেড়ে দেওয়া হল জঙ্গলে।পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর নয়ের নম্বর ঘেরি এলাকায় আজ সকালে বাগানে ঘেরা জালে বিষাক্ত কেউটে সাপ জড়িয়ে থাকতে দেখা যায় সাফটির লম্বা প্রায় 5 ফুট।
সাপটি দেখার পর প্রচুর মানুষ জন দৌড়ে আসে। খবর দেওয়া হয় ১০ নম্বর এলাকার সর্প প্রেমী শ্যামল হালদার কে। তিনি সেখানে আসেন এবং সাপটিকে যাতে এলাকার মানুষজন না মারে তাদের অনুরোধ করেন,পরে সাপটিকে জাল থেকে ছাড়িয়ে বারো নম্বর ঘেরি নদীর ধারে জঙ্গলের মধ্যে ছেড়ে দেন। তার এই উদ্যোগকে রামগঙ্গা বন দপ্তরের আধিকারিক অসীম দন্ড পাত ও এলাকার মানুষ ধন্যবাদ জানান।
উল্লেখ্য, রায়পুরে বাগান ঘেরা জালে জড়ালো বিষাক্ত কেউটে এলাকায় চাঞ্চল্য, সর্প প্রেমী উদ্যোগে সাপটিকে ছেড়ে দেওয়া হল জঙ্গলে।পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর নয়ের নম্বর ঘেরি এলাকায় আজ সকালে বাগানে ঘেরা জালে বিষাক্ত কেউটে সাপ জড়িয়ে থাকতে দেখা যায় সাফটির লম্বা প্রায় 5 ফুট।
আর ও পড়ুন কেন বিজেপি ছাড়লেন অর্জুন সিং? জানালেন নিজের মুখেই
সাপটি দেখার পর প্রচুর মানুষ জন দৌড়ে আসে। খবর দেওয়া হয় ১০ নম্বর এলাকার সর্প প্রেমী শ্যামল হালদার কে। তিনি সেখানে আসেন এবং সাপটিকে যাতে এলাকার মানুষজন না মারে তাদের অনুরোধ করেন,পরে সাপটিকে জাল থেকে ছাড়িয়ে বারো নম্বর ঘেরি নদীর ধারে জঙ্গলের মধ্যে ছেড়ে দেন। তার এই উদ্যোগকে রামগঙ্গা বন দপ্তরের আধিকারিক অসীম দন্ড পাত ও এলাকার মানুষ ধন্যবাদ জানান।
রায়পুরে বাগান ঘেরা জালে জড়ালো বিষাক্ত কেউটে এলাকায় চাঞ্চল্য, সর্প প্রেমী উদ্যোগে সাপটিকে ছেড়ে দেওয়া হল জঙ্গলে।পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর নয়ের নম্বর ঘেরি এলাকায় আজ সকালে বাগানে ঘেরা জালে বিষাক্ত কেউটে সাপ জড়িয়ে থাকতে দেখা যায় সাফটির লম্বা প্রায় 5 ফুট।
সাপটি দেখার পর প্রচুর মানুষ জন দৌড়ে আসে। খবর দেওয়া হয় ১০ নম্বর এলাকার সর্প প্রেমী শ্যামল হালদার কে। তিনি সেখানে আসেন এবং সাপটিকে যাতে এলাকার মানুষজন না মারে তাদের অনুরোধ করেন,পরে সাপটিকে জাল থেকে ছাড়িয়ে বারো নম্বর ঘেরি নদীর ধারে জঙ্গলের মধ্যে ছেড়ে দেন। তার এই উদ্যোগকে রামগঙ্গা বন দপ্তরের আধিকারিক অসীম দন্ড পাত ও এলাকার মানুষ ধন্যবাদ জানান।