বাগদার হরিহরপুরে ধানের গাদায় আগুন দেওয়ার অভিযোগ , লক্ষাধিক টাকার ক্ষতি বলে দাবি চাষির । ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ ।উত্তর ২৪ পরগনা বাগদা ব্লকের হরিহরপুর গ্রামের রবিউল মন্ডল নামে এক চাষি তার ৮ বিঘা জমির ধান বাড়িতে নিয়ে এসে গাদা দিয়ে রেখেছিল রবিবার ।
রবিবার রাতে হঠাৎ করে ধানের গাদায় আগুন দেখতে পেয়ে প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টা চালায় তারা। কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিভাতে নিভাতে বেশির ভাগ ধান পুড়ে যায়। যা কিছু বেচে আছে সে গুলিও নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। ধান পুরে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে চাষী রবিউল মন্ডল ।
ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ ।এই বিষয়ে ধানচাষী রবিউল মন্ডল জানায় তার তেমন কোন শত্রু নেই কিন্তু ধানের গানের খাতায় কেন আগুন দিলো বুঝতে পারছে না সে । লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তার তেমনই দাবি করেছে রবিউল ।
আর ও পড়ুন কেন বিজেপি ছাড়লেন অর্জুন সিং? জানালেন নিজের মুখেই
উল্লেখ্য, বাগদার হরিহরপুরে ধানের গাদায় আগুন দেওয়ার অভিযোগ , লক্ষাধিক টাকার ক্ষতি বলে দাবি চাষির। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ ।উত্তর ২৪ পরগনা বাগদা ব্লকের হরিহরপুর গ্রামের রবিউল মন্ডল নামে এক চাষি তার ৮ বিঘা জমির ধান বাড়িতে নিয়ে এসে গাদা দিয়ে রেখেছিল রবিবার ।
রবিবার রাতে হঠাৎ করে ধানের গাদায় আগুন দেখতে পেয়ে প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টা চালায় তারা। কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিভাতে নিভাতে বেশির ভাগ ধান পুড়ে যায়। যা কিছু বেচে আছে সে গুলিও নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। ধান পুরে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে চাষী রবিউল মন্ডল ।
ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ ।এই বিষয়ে ধানচাষী রবিউল মন্ডল জানায় তার তেমন কোন শত্রু নেই কিন্তু ধানের গানের খাতায় কেন আগুন দিলো বুঝতে পারছে না সে । লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তার তেমনই দাবি করেছে রবিউল ।