মেয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাকে তুলে নিয়ে গিয়ে মারধোর । মেয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রীর মাকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী যুবক তার পরিবারের বিরুদ্ধে। আহত ওই কলেজ ছাত্রীর মা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার উত্তর রামচন্দ্রপুর এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত যুবক ভিকি কর্মকার। উত্তর রামচন্দ্রপুরের সম্পা বসাক নামে ওই গৃহবধূর মেয়ে সোনিয়া বসাক সে মালদার আইএমপিএস কলেজের ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী। বিগত দের বছর আগে ওই এলাকারই রতন কর্মকারের ছেলে ভিকি কর্মকার তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় দুই পরিবারের মধ্যে একটি গন্ডোগোল হয়েছিল।
আর ও পড়ুন সালিশি সভায় যুবককে গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হলো
সেই গন্ডোগোলের মীমাংসা হয়ে গিয়েছিল বলে ওই ছাত্রী পরিবার জানান। আর তার জেরেই প্রত্যেক দিনের মতো সকাল বেলায় মর্নিং ওয়ার্ক করতে যায় ওই কলেজ ছাত্রীর মা। সেই সময় তাকে একা পেয়ে অভিযুক্তরা রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
আহত ওই কলেজ ছাত্রীর মাকে তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই কলেজ ছাত্রীর মা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।