কুড়াল দিয়ে কুপিয়ে খুন, খুনের পর কুড়াল নিয়ে আত্মসমর্পণ থানায় যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাড়ি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের গৌরীপাড়া গ্রামের। জানা গেছে এই গ্রামের বাসিন্দা ফাগু বাস্কে বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে এও জানা গেছে ঐ গ্রামেরই লক্ষ্ণীরাম হেমব্রম নামের এক ব্যক্তি মঙ্গলবার রাত্রে মদ্যপ অবস্থায় চিৎকার করে নাকি বলে ফাগু বাস্কে শীঘ্রই মারা যাবে।
গ্রামবাসীদের বক্তব্য যে বাবার মৃত্যু বিষয়ে লক্ষ্ণীরাম হেমব্রম-এর সেকথা নাকি মিলন বাস্কে মেনে নিতে পারেননি। অভিযোগ যার পরে বুধবার মিলন বাস্কে এবং কয়েকজন তার বাড়ির সামনে লক্ষ্ণীরাম হেমব্রমকে দা ও কুড়াল দিয়ে কোপাতে থাকে। কুড়ালের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন লক্ষ্ণীরাম হেমব্রম। ঘটনার জেরে চাঞ্চল্য দেখা দেয় ঐ গ্রামের বাসিন্দাদের মধ্যে।
এরপর বংশীহাড়ি থানার পুলিশ ঘটনার খবর পেয়ে গ্রামে গিয়ে লক্ষ্ণীরাম হেমব্রমকে রক্তাক্ত অবস্থায় রশিদপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর অভিযুক্ত যুবক মিলন বাস্কে কুড়াল নিয়ে বংশীহাড়ি থানায় আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।
আর ও পড়ুন একাধিক ইস্যু নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
উল্লেখ্য, কুড়াল দিয়ে কুপিয়ে খুন, খুনের পর কুড়াল নিয়ে আত্মসমর্পণ থানায় যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাড়ি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের গৌরীপাড়া গ্রামের। জানা গেছে এই গ্রামের বাসিন্দা ফাগু বাস্কে বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে এও জানা গেছে ঐ গ্রামেরই লক্ষ্ণীরাম হেমব্রম নামের এক ব্যক্তি মঙ্গলবার রাত্রে মদ্যপ অবস্থায় চিৎকার করে নাকি বলে ফাগু বাস্কে শীঘ্রই মারা যাবে।
গ্রামবাসীদের বক্তব্য যে বাবার মৃত্যু বিষয়ে লক্ষ্ণীরাম হেমব্রম-এর সেকথা নাকি মিলন বাস্কে মেনে নিতে পারেননি। অভিযোগ যার পরে বুধবার মিলন বাস্কে এবং কয়েকজন তার বাড়ির সামনে লক্ষ্ণীরাম হেমব্রমকে দা ও কুড়াল দিয়ে কোপাতে থাকে। কুড়ালের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন লক্ষ্ণীরাম হেমব্রম। ঘটনার জেরে চাঞ্চল্য দেখা দেয় ঐ গ্রামের বাসিন্দাদের মধ্যে।