আইপিএল খেলা নিয়ে বেটিং, পুলিশি অভিযানে ধৃত ৪। সেলুনে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা নিয়ে বেটিং। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানা অন্তর্গত সুভাষপল্লী বাজার এলাকার সেলুনে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। এই চক্রের আরো বেশকিছু লোক জড়িত রয়েছে বলে পুলিশের অনুমান।
এসওজি আধিকারিক জানিয়েছেন, ধৃতদের নাম শংকর শীল, গৌর কুন্ডু, অরিন্দম সাহা এবং বিপ্লব মজুমদার। স্পেশাল অপারেশন গ্রুপ সূত্রে জানা গিয়েছে শংকর শীল, মধ্য শান্তিনগর এলাকার বাসিন্দা, গৌর কুন্ডু পূর্ব চনপাড়ার কালিসাহা মোড় এলাকার বাসিন্দা, বিপ্লব মজুমদার বলাকা ক্লাব এলাকার বাসিন্দা এবং অরিন্দম সাহা রথখোলা এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, ধৃতরা এই বেটিং চক্র দুটি মোবাইল অ্যাপের মাধ্যমে। আইপিএল খেলায় প্রতিটি ওভারে প্রত্যেকটি বলের উপর লাগানো হতো বেট। সঠিক উত্তর দিতে পারলে ওই অ্যাপে এক এক করে পয়েন্ট জমত। প্রতি ১ পয়েন্টের জন্যে ১০০ টাকা। এইভাবে চলত জুয়ার আসর। মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ১ লক্ষ ৬৬ হাজার নগদ টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে ৬ টি মোবাইল ফোন এবং বেশ কিছু নথিপত্র। অভিযুক্তদের সঙ্গে আরও বেশ কয়েকজন মাথা রয়েছে বলে জানতে পেরেছে স্পেশাল অপারেশন গ্রুপ। ইতিমধ্যেই তাদের নাম পেয়েছে স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকেরা। সেই ভিত্তিতে কিংপিন দের ধরতে অভিযান শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। শিলিগুড়ি শহর এবং দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় এই চক্র ছড়িয়ে রয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে স্পেশাল অপারেশন গ্রুপের তদন্তকারী অফিসারেরা। তবে এই চক্রের প্রত্যেকেই খুব তাড়াতাড়ি শ্রীঘরে থাকবে বলেই আশা প্রকাশ করেছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং গোয়েন্দা বিভাগের এসিপি।