হাওড়া পুরসভায় দৈনিক মজুরির সাফাই কর্মীদের বিক্ষোভ। এবার বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখালেন হাওড়া পুরনিগমের দৈনিক মজুরির সাফাই কর্মীরা। শুক্রবার দুপুরে হাওড়া মিউনিসিপ্যাল সাফাই কর্মী ইউনিয়নের পক্ষ থেকে হাওড়া পুরনিগমের মূল দপ্তরে এসে বিক্ষোভ দেখানো হয়। এদিন হাওড়া পুর প্রশাসকমন্ডলীর প্রধান সুজয় চক্রবর্তীর কাছে স্মারকলিপিও জমা দেন সাফাই কর্মী ইউনিয়নের এক প্রতিনিধি দল। বিক্ষোভকারীদের দাবি মেনে সমাধান সূত্র বের করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্য প্রশাসক। হাওড়া পুরনিগমে মূলত অস্থায়ী সাফাই কর্মী এবং ১০০ দিনের কর্মী এই দুই ধরনের সাফাই কর্মীরা দৈনিক মজুরিতে কাজ করে থাকেন।
আর ও পড়ুন সল্টলেকে মা মেয়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পুরনিগমে অস্থায়ী সাফাই কর্মী এবং ১০০ দিনের কর্মীর সংখ্যা যথাক্রমে ১ হাজার ৯০০ এবং ৫ হাজার। ১০০ দিনের কর্মীদের দৈনিক মজুরি ১৫৪ টাকা এবং অস্থায়ী সাফাই কর্মীর দৈনিক মজুরি ৩৪২ টাকা। এদিন হাওড়া মিউনিসিপ্যাল সাফাই কর্মচারি ইউনিয়নের সভাপতি সুরজ মল্লিক জানান, তাঁদের দাবি মজুরি বাড়াতে হবে। অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে এমন রেটে মজুরি বাড়াতে হবে যাতে তাদের মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা হয়। অপর দিকে ১০০ দিনের কর্মচারিদের মজুরি বাড়িয়ে করতে হবে ২০২ টাকা।
এই দাবি নিয়ে তিনি এদিন পুরপ্রশাসকমন্ডলীর প্রধান সুজয় চক্রবর্তীর কাছে এক স্মারকলিপি জমা দেন তাঁরা। তাঁদের দাবি না মানা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও এদিন হুমকি দেন। শুধু তাই নয় তাঁদের সমাধান সূত্র না পাওয়া গেলে সাফাইয়ের কাজ বন্ধ করে দেবেন এমন হুমকিও দেন তাঁরা। এদিকে, এই ব্যাপারে সুজয় চক্রবর্তী জানান, সাফাই কর্মচারীদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে। আগামী ১০ই জুনের মধ্যে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
উল্লেখ্য, হাওড়া পুরসভায় দৈনিক মজুরির সাফাই কর্মীদের বিক্ষোভ। এবার বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখালেন হাওড়া পুরনিগমের দৈনিক মজুরির সাফাই কর্মীরা। শুক্রবার দুপুরে হাওড়া মিউনিসিপ্যাল সাফাই কর্মী ইউনিয়নের পক্ষ থেকে হাওড়া পুরনিগমের মূল দপ্তরে এসে বিক্ষোভ দেখানো হয়। এদিন হাওড়া পুর প্রশাসকমন্ডলীর প্রধান সুজয় চক্রবর্তীর কাছে স্মারকলিপিও জমা দেন সাফাই কর্মী ইউনিয়নের এক প্রতিনিধি দল। বিক্ষোভকারীদের দাবি মেনে সমাধান সূত্র বের করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্য প্রশাসক। হাওড়া পুরনিগমে মূলত অস্থায়ী সাফাই কর্মী এবং ১০০ দিনের কর্মী এই দুই ধরনের সাফাই কর্মীরা দৈনিক মজুরিতে কাজ করে থাকেন।