শিক্ষামন্ত্রী প্রস্তাব মুখ্যমন্ত্রী আচার্য পদ, ব্যানার পুড়িয়ে প্রতিবাদে বিক্ষোভ এস ইউ সি আই এর। বসিরহাটের টাউনহল ইটিন্ডা রোডে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চলতি মাসের 26 শে মে বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে বলেছেন আমরা রাজ্য ক্যাবিনেটে সর্বোচ্চ আইন এর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় আচার্য পদের জন্য রাজ্য সরকার বিধানসভায় প্রস্তাব এনেছেন। খুব তাড়াতাড়ি এটা আইন লাগু হবে আচার্য হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। এর মধ্যেই বিরোধিতা নেমেছে সিপিএম ,বিজেপি, কংগ্রেস এরপর আরো একটা নাম সংযোজনা হলো এস ইউ সি আই ।।
আজকে বসিরহাটের টাউনহল আচার্য পদের বিরোধিতা করে অবস্থান প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি নেন নেতা-কর্মী-সমর্থকরা উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য অজয় বাইনের নেতৃত্বে, আচার্য পদের মুখ্যমন্ত্রী নিয়োগের কালা আইনের সংশোধনীয় ব্যানার পুড়িয়ে মিছিল বিক্ষোভ-প্রতিবাদ বসেন এসইউসিআই নেতা-কর্মী-সমর্থকরা। গত ছয় মাস আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন আচার্য পদে বসেছেন এরপরে কি পশ্চিম বাংলা ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন – রানাঘাটে ‘মন কি বাত’ এ উপস্থিত হয়ে শাসক দলকে নিশানা দিলীপের
উল্লেখ্য, বসিরহাটের টাউনহল ইটিন্ডা রোডে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চলতি মাসের 26 শে মে বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে বলেছেন আমরা রাজ্য ক্যাবিনেটে সর্বোচ্চ আইন এর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় আচার্য পদের জন্য রাজ্য সরকার বিধানসভায় প্রস্তাব এনেছেন। খুব তাড়াতাড়ি এটা আইন লাগু হবে আচার্য হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। এর মধ্যেই বিরোধিতা নেমেছে সিপিএম ,বিজেপি, কংগ্রেস এরপর আরো একটা নাম সংযোজনা হলো এস ইউ সি আই ।।
আজকে বসিরহাটের টাউনহল আচার্য পদের বিরোধিতা করে অবস্থান প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি নেন নেতা-কর্মী-সমর্থকরা উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য অজয় বাইনের নেতৃত্বে, আচার্য পদের মুখ্যমন্ত্রী নিয়োগের কালা আইনের সংশোধনীয় ব্যানার পুড়িয়ে মিছিল বিক্ষোভ-প্রতিবাদ বসেন এসইউসিআই নেতা-কর্মী-সমর্থকরা। গত ছয় মাস আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন আচার্য পদে বসেছেন এরপরে কি পশ্চিম বাংলা ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।