কলকাতা থেকে ডুয়ার্সে বেড়াতে গিয়ে হড়পা বান প্রান কাড়ল ২জনের, ভেসে গেল ৪। ফের প্রকৃতির রোষে প্রান গেল দুই জনের। কলকাতা থেকে ডুয়ার্সে বেড়াতে গিয়ে রবিবার হড়পা বানে ভেসে গেলেন ৪ জন। তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। বাকিরা হাসপাতালে ভর্তি।
জানা গেছে, কলকাতা থেকে মালবাজারের নাগরাকাটার বাসিন্দা রূপক বিশ্বাসের বাড়িতে বেড়াতে এসেছিলেন এক আত্মীয়। রবিবার মালবাজার মহকুমার নাগরাকাটার ঘাঠিয়া নদীতে স্নান করতে নেমেছিলেন রূপকবাবুর মেয়ে-সহ আটজন। ভগতপুর ও ঘাঠিয়া চাবাগানের মাঝখানে ঘাঠিয়া নদীতে স্নান করতে নেমেছিলেন তাঁরা। এর পরই আচমকাই হড়পা বান আসে। আর তাতেই তলিয়ে যান চারজন। কিছুক্ষণ পর চারজনের দেহ উদ্ধার হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। সুলকাপাড়া হাসপাতালে চিকিত্সা চলছে জখম দুজনের।
প্রসঙ্গত, হড়পা বান হল একধরনের বান যা সাধারণ বানের মত দীর্ঘ ক্ষন স্থায়ী না হয়ে অল্প ক্ষন স্থায়ী হয়। হড়পা বানের স্থায়িত্ব খুবই কম এবং দ্রুত গতিতে ঘটে থাকে। স্বল্প স্থান জুড়ে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের মাধ্যমে মাত্র ৬ ঘণ্টার মধ্যেই হড়পা যান উপস্থিত হয়।
আরও পড়ুন – রানাঘাটে ‘মন কি বাত’ এ উপস্থিত হয়ে শাসক দলকে নিশানা দিলীপের
উল্লেখ্য, ফের প্রকৃতির রোষে প্রান গেল দুই জনের। কলকাতা থেকে ডুয়ার্সে বেড়াতে গিয়ে রবিবার হড়পা বানে ভেসে গেলেন ৪ জন। তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। বাকিরা হাসপাতালে ভর্তি।
জানা গেছে, কলকাতা থেকে মালবাজারের নাগরাকাটার বাসিন্দা রূপক বিশ্বাসের বাড়িতে বেড়াতে এসেছিলেন এক আত্মীয়। রবিবার মালবাজার মহকুমার নাগরাকাটার ঘাঠিয়া নদীতে স্নান করতে নেমেছিলেন রূপকবাবুর মেয়ে-সহ আটজন। ভগতপুর ও ঘাঠিয়া চাবাগানের মাঝখানে ঘাঠিয়া নদীতে স্নান করতে নেমেছিলেন তাঁরা। এর পরই আচমকাই হড়পা বান আসে। আর তাতেই তলিয়ে যান চারজন। কিছুক্ষণ পর চারজনের দেহ উদ্ধার হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। সুলকাপাড়া হাসপাতালে চিকিত্সা চলছে জখম দুজনের।
প্রসঙ্গত, হড়পা বান হল একধরনের বান যা সাধারণ বানের মত দীর্ঘ ক্ষন স্থায়ী না হয়ে অল্প ক্ষন স্থায়ী হয়। হড়পা বানের স্থায়িত্ব খুবই কম এবং দ্রুত গতিতে ঘটে থাকে। স্বল্প স্থান জুড়ে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের মাধ্যমে মাত্র ৬ ঘণ্টার মধ্যেই হড়পা যান উপস্থিত হয়।