মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিউটাউনে

মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিউটাউনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মৃতদেহ

মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিউটাউনে। সম্পত্তির জন্যে খুন অভিযোগ পরিবারের। আবদুল ঢালী (৪০) নিউটাউনের থাকদারির বাসিন্দা। নিউটাউনের ৭ নম্বর জলের ট্যাংকের কাছে একটি খাবারের হোটেল চালাতো। আজ ভোরে সেই হোটেলের পাশের ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় দোকানের এক কর্মচারী।

 

পরিবারের লোকদের খবর দেওয়া হলে তারা এসে দেখতে পান মৃত অবস্থায় পড়ে রয়েছে আব্দুল। তার গলায় একটা দাগ, বুকে ধুলো লেগে আছে এবং তার পাশে একটি বালিশ পরে রয়েছে। ঘরের লক্ষাধিক টাকার জিনিস উধাও ছিল বলে পরিবারের দাবি।

 

আবদুল বিবাহিত হলেও গত ১৫ বছর ধরে একটি মহিলাকে নিজের হোটেলে নিজের সঙ্গে রাখতো বলে পরিবারের দাবী। মুর্শিদাবাদের বাসিন্দা ওই মহিলা এর আগেও লক্ষাধিক টাকার সোনার গহনা লুট করে পালিয়ে যায় বলেও জানায় মৃতের পরিবারের লোক। এরপর ফের গতকাল সেই মহিলাকে ফিরিয়ে আনে আবদুল। তবে আজ সকালে মৃত দেহ পরে থাকলেও সেই মহিলা পালিয়ে যায় বলে পরিবারের দাবি।

 

আরও পড়ুন – রানাঘাটে ‘মন কি বাত’ এ উপস্থিত হয়ে শাসক দলকে নিশানা দিলীপের

 

পরিবারের সন্দেহ মুর্শিদাবাদের বাসিন্দা ওই মহিলা সম্পত্তির লোভে আব্দুলকে শ্বাস রোধ করে হত্যা করে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সম্পত্তি লুট করে পালিয়ে যায়। দেহটিকে ময়নাতদন্তের জন্যে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। তবে ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।

 

উল্লেখ্য, মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিউটাউনে। সম্পত্তির জন্যে খুন অভিযোগ পরিবারের। আবদুল ঢালী (৪০) নিউটাউনের থাকদারির বাসিন্দা। নিউটাউনের ৭ নম্বর জলের ট্যাংকের কাছে একটি খাবারের হোটেল চালাতো। আজ ভোরে সেই হোটেলের পাশের ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় দোকানের এক কর্মচারী।

 

পরিবারের লোকদের খবর দেওয়া হলে তারা এসে দেখতে পান মৃত অবস্থায় পড়ে রয়েছে আব্দুল। তার গলায় একটা দাগ, বুকে ধুলো লেগে আছে এবং তার পাশে একটি বালিশ পরে রয়েছে। ঘরের লক্ষাধিক টাকার জিনিস উধাও ছিল বলে পরিবারের দাবি।

 

আবদুল বিবাহিত হলেও গত ১৫ বছর ধরে একটি মহিলাকে নিজের হোটেলে নিজের সঙ্গে রাখতো বলে পরিবারের দাবী। মুর্শিদাবাদের বাসিন্দা ওই মহিলা এর আগেও লক্ষাধিক টাকার সোনার গহনা লুট করে পালিয়ে যায় বলেও জানায় মৃতের পরিবারের লোক। এরপর ফের গতকাল সেই মহিলাকে ফিরিয়ে আনে আবদুল। তবে আজ সকালে মৃত দেহ পরে থাকলেও সেই মহিলা পালিয়ে যায় বলে পরিবারের দাবি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top