world no Tobacco day উপলক্ষে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আয়জিত হল রেলির। মঙ্গলবার ৩১ শে মে world no Tobacco day। সেই উপলক্ষে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে মঙ্গলবার একটি রেলির আয়োজন করা হয়। এই দিন এই রেলিটি বর্ধমান সদর আদালত থেকে শুরু হয়ে কার্জন গেট চত্বর হয়ে বর্ধমান সদর থানায় গিয়ে শেষ হয়। এই দিনের এই মিছিলটিতে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, এছাড়াও ছিলেন সোমনাথ ভট্টাচার্য সহ বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দ।
পূর্ব বর্ধমান জেলা অথরিটি তরফ থেকে শুভঙ্কর বিশ্বাস জানিয়েছেন, তাদের একমাত্র উদ্দেশ্য হলো তামাক সেবন থেকে মানুষকে বিরত থাকার সচেতনতা মূলক বার্তা প্রদান করা। ১৯৮৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রেজুলেশন গ্রহণ করে ৩১ শে মে দিনটিকে world no tobacco day হিসেবে ঘোষনা করেন। সেইমতো এই দিনটিকে যথাযত মর্যাদায় পালন করে ক্ষতিকারক দিক তুলে ধরাই এই রেলির মূল উদ্দেশ্য বলে তিনি জানান।
আর ও পড়ুন আন্তর্জাতিক স্তরে খেলার ছাড়পত্র পেলেন মালদার তনুশ্রী লালা
উল্লেখ্য, মঙ্গলবার ৩১ শে মে world no Tobacco day। সেই উপলক্ষে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে মঙ্গলবার একটি রেলির আয়োজন করা হয়। এই দিন এই রেলিটি বর্ধমান সদর আদালত থেকে শুরু হয়ে কার্জন গেট চত্বর হয়ে বর্ধমান সদর থানায় গিয়ে শেষ হয়। এই দিনের এই মিছিলটিতে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, এছাড়াও ছিলেন সোমনাথ ভট্টাচার্য সহ বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দ।
পূর্ব বর্ধমান জেলা অথরিটি তরফ থেকে শুভঙ্কর বিশ্বাস জানিয়েছেন, তাদের একমাত্র উদ্দেশ্য হলো তামাক সেবন থেকে মানুষকে বিরত থাকার সচেতনতা মূলক বার্তা প্রদান করা। ১৯৮৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রেজুলেশন গ্রহণ করে ৩১ শে মে দিনটিকে world no tobacco day হিসেবে ঘোষনা করেন। সেইমতো এই দিনটিকে যথাযত মর্যাদায় পালন করে ক্ষতিকারক দিক তুলে ধরাই এই রেলির মূল উদ্দেশ্য বলে তিনি জানান।