সোদপুরে আয়োজিত হল গেট মিটিং। মঙ্গলবার ইসিএলের সোদপুর এরিয়ার চিনাকুড়ি তিন নং মাইনসের গেটে উৎপাদন বাড়ানো সহ খনি শ্রমিকদের নিরাপত্তা এবং ১৪ দফা দাবিতে জয়েন্ট একশন কমিটি(জ্যাক) এর পক্ষ থেকে এক গেট মিটিং এর আয়োজন করা হয় ৷ যেখানে খনি শ্রমিকদের আইএনটিইউসি থেকে এইচ এম এস, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷ শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে দাবি করা হয় খনি কর্তৃপক্ষ শ্রমিকদের যারপরনাই শোষন শুরু করেছে ৷ ৮ ঘন্টা ডিউটির জায়গায় প্রত্যেককে ১০-১২ ঘন্টা ডিউটি করতে হচ্ছে ৷
পাশাপাশি বিগত ৫-৬ বছর ধরে শ্রমিকদের প্রমোশনের ব্যবস্থা নেই ৷ শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিও অবহেলিত ৷ খনি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার যথাযথ ব্যবস্থা নেই ৷ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই ৷ সামনেই বর্ষা আসতে চলেছে ৷ খনিতে জল ঢুকে যাওয়া রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেই ৷ এই সমস্ত দাবিগুলি গেট মিটিং এ তুলে ধরা হয় ৷ একই সাথে গেট মিটিং শেষে শ্রমিকদের দাবিগুলি সহ খনি ম্যানেজারের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয় ৷
আর ও পড়ুন আন্তর্জাতিক স্তরে খেলার ছাড়পত্র পেলেন মালদার তনুশ্রী লালা
উল্লেখ্য, মঙ্গলবার ইসিএলের সোদপুর এরিয়ার চিনাকুড়ি তিন নং মাইনসের গেটে উৎপাদন বাড়ানো সহ খনি শ্রমিকদের নিরাপত্তা এবং ১৪ দফা দাবিতে জয়েন্ট একশন কমিটি(জ্যাক) এর পক্ষ থেকে এক গেট মিটিং এর আয়োজন করা হয় ৷ যেখানে খনি শ্রমিকদের আইএনটিইউসি থেকে এইচ এম এস, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷ শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে দাবি করা হয় খনি কর্তৃপক্ষ শ্রমিকদের যারপরনাই শোষন শুরু করেছে ৷
৮ ঘন্টা ডিউটির জায়গায় প্রত্যেককে ১০-১২ ঘন্টা ডিউটি করতে হচ্ছে ৷ পাশাপাশি বিগত ৫-৬ বছর ধরে শ্রমিকদের প্রমোশনের ব্যবস্থা নেই ৷ শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিও অবহেলিত ৷ খনি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার যথাযথ ব্যবস্থা নেই ৷ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই ৷ সামনেই বর্ষা আসতে চলেছে ৷ খনিতে জল ঢুকে যাওয়া রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেই ৷ এই সমস্ত দাবিগুলি গেট মিটিং এ তুলে ধরা হয় ৷ একই সাথে গেট মিটিং শেষে শ্রমিকদের দাবিগুলি সহ খনি ম্যানেজারের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয় ৷