নিয়োগ থেকে বঞ্চিত ডি.এল.এড প্রার্থীদের ডেপুটেশন । ২০১৪ এর প্রাথমিক টেট উত্তীর্ণ কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত ডি.এল.এড প্রার্থীরা। আজ তারা জড়ো সল্টলেক আচার্য্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে।১৬৫০০ নিয়োগে এখনও বহু সিট ফাঁকা আছে কিন্তু টাও সেই ফাঁকা সিটে তাদেরকে নিয়োগ দিচ্ছে না,, তার বিরুদ্ধে আজ তাঁদের ডেপুটেশন জমা দিতে আসা।
তাঁদের মূল দাবি, তারা ২০১৯-২১ সেশনের শিক্ষাবর্ষের ডি এল এড প্রার্থী।কিন্তু ২০২২ এর মাঝামাঝি তে এসেও তারা কোনোরকম শংসাপত্র হাতে পাচ্ছেনা।তারা প্রশিক্ষিত কিন্তু এখনো পর্যন্ত কলেজ থেকে প্রশিক্ষিত হওয়ার কোনো সংশাপত্র পায়নি।
আর ও পড়ুন বাসন্তী হাইওয়েতে রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা মৃত ২, গুরুতর জখম ২
এদিকে গত পরশু পর্ষদ থেকে ২০১৪ এর সকল প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া শুরু করেছে যেখানে তাঁদের শংসাপত্র দরকার, তারা দিতে পারছেনা, ইন্টারভিউ থেকে বঞ্চিত হতে হচ্ছে,কোনো সুযোগ পাচ্ছেনা।
তাই আজ তারা ডেপুটেশন জমা দিতে আসে, যাতে তাঁদের অন্তত টেট কোয়ালিফায়ের সংশাপত্র দিয়ে দেওয়া হয়ে।দাবিদাওয়া না মানলে তারা সিদ্ধান্ত নেবে এবং বৃহত্তর আন্দোলন করবে বলে জানান।
নিয়োগ থেকে বঞ্চিত ডি.এল.এড প্রার্থীদের ডেপুটেশন । ২০১৪ এর প্রাথমিক টেট উত্তীর্ণ কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত ডি.এল.এড প্রার্থীরা। আজ তারা জড়ো সল্টলেক আচার্য্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে।১৬৫০০ নিয়োগে এখনও বহু সিট ফাঁকা আছে কিন্তু টাও সেই ফাঁকা সিটে তাদেরকে নিয়োগ দিচ্ছে না,, তার বিরুদ্ধে আজ তাঁদের ডেপুটেশন জমা দিতে আসা।
তাঁদের মূল দাবি, তারা ২০১৯-২১ সেশনের শিক্ষাবর্ষের ডি এল এড প্রার্থী।কিন্তু ২০২২ এর মাঝামাঝি তে এসেও তারা কোনোরকম শংসাপত্র হাতে পাচ্ছেনা।তারা প্রশিক্ষিত কিন্তু এখনো পর্যন্ত কলেজ থেকে প্রশিক্ষিত হওয়ার কোনো সংশাপত্র পায়নি।