খাল সংস্কারের সময় উঠে হলো পুরনো কামান, একটু বৃষ্টি হলেই মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় জল দাঁড়িয়ে যায়। তাই মেদিনীপুর শহর কে জল মুক্ত করার জন্য মজে যাওয়া দারিবাঁধ খাল সংস্কারের কাজ শুরু করেছে মেদিনীপুর পৌরসভা। বুধবার খাল সংস্কারের কাজ করার সময় জেসিবি মেশিনে উঠে আসে একটি ধাতব বস্তু। যাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রশাসনের আধিকারিকরা।
স্থানীয় বাসিন্দাদের অনুমান উদ্ধার হওয়া ধাতব বস্তু টি পুরনো কামান। ওই উদ্ধার হওয়া পুরনো কামান কে দেখতে প্রচুর মানুষ ভিড় জমায় । সেই সঙ্গে মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে ওই ধাতব বস্তু টি কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ধাতব বস্তু টি আসলে কি তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে প্রশাসনের আধিকারিকরা। এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের পীঠ স্থান ছিল ঐতিহাসিক মেদিনীপুর শহর।
আর ও পড়ুন লরি ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল ট্রাক্টর চালকের
যেখানে বিপ্লবীরা আত্মগোপন করেছিলেন । যে এলাকা থেকে পুরনো কামানটি উদ্ধার হয়েছে তা ব্রিটিশ আমলের হবে বলে অনেকেই অনুমান করছেন । মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বলেন ওই ধাতব বস্তু টি কি তা প্রশাসনের আধিকারিকরা খতিয়ে দেখার কাজ শুরু করেছে ।প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখার পর জানা যাবে উদ্ধার হওয়া বস্তুটি পুরনো কামান না অন্য কিছু ।তবে পুরনো কামান উদ্ধারকে কেন্দ্র করে বুধবার ওই এলাকা জুড়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, খাল সংস্কারের সময় উঠে হলো পুরনো কামান, একটু বৃষ্টি হলেই মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় জল দাঁড়িয়ে যায়। তাই মেদিনীপুর শহর কে জল মুক্ত করার জন্য মজে যাওয়া দারিবাঁধ খাল সংস্কারের কাজ শুরু করেছে মেদিনীপুর পৌরসভা। বুধবার খাল সংস্কারের কাজ করার সময় জেসিবি মেশিনে উঠে আসে একটি ধাতব বস্তু। যাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রশাসনের আধিকারিকরা।