ওঝার কাছে গিয়ে সময় নষ্ট,মৃত্যু সাপে কামড়ানো আট বছরের বালিকার

ওঝার কাছে গিয়ে সময় নষ্ট,মৃত্যু সাপে কামড়ানো আট বছরের বালিকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ওঝার কাছে গিয়ে সময় নষ্ট,মৃত্যু সাপে কামড়ানো আট বছরের বালিকার, সৎকার না করে ভেলায় ভাসানো হল নদীর জলে । ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের মৃত্যুঞ্জয়নগরে । গতকাল দুপুরে বাড়িতে ঘুমন্ত অবস্থায় বিষধর কেউটে ছোবল দেয় আট বছরের শ্রাবণী মালাকারকে। জানতে পেরে প্রথমেই নিয়ে যাওয়া হয় প্রতিবেশী ওঝার কাছে। সেখানে কিছু না হওয়ায় তারপর নিয়ে যাওয়া হয় সাগর ব্লক হাসপাতালে। চিকিৎসকরা অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দেয়। কিন্তুু বাঁচানো সম্ভব হয়নি।

 

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত সে। এরপর দেহ ফিরিয়ে আনা হয় বাড়িতে। তারপর প্রচলিত বিশ্বাসে পাশের মুড়িগঙ্গা নদীতে কলার ভেলাতে শ্রাবণীর দেহ ভাসিয়ে দেওয়া হয়। পরিবার ও প্রতিবেশীদের বিশ্বাস, নদীর নোনা জলে সাপে কামড়ানো শ্রাবণীর আবার প্রাণ ফিরবে। গত কাল রাতে ভেলা টি ভাসিয়ে দেওয়ার পরে আজ সকালে ভেলা টি পুনরায় ফিরে এসেছে । আর তাই নিয়ে শুরু হয়ে জল্পনা। একুশ শতকে দাঁড়িয়ে পুরান কাব্যের ছায়ায় রীতিমত হইচই পড়ে গিয়েছে পুরো এলাকায়। ভেলাটি দেখতে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন।

আরও পড়ুন – পান চাষিদের পাশে দাঁড়াতে এবার উদ্যোগ নিল হাওড়া জেলা পরিষদ

উল্লেখ্য, ওঝার কাছে গিয়ে সময় নষ্ট,মৃত্যু সাপে কামড়ানো আট বছরের বালিকার, সৎকার না করে ভেলায় ভাসানো হল নদীর জলে । ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের মৃত্যুঞ্জয়নগরে । গতকাল দুপুরে বাড়িতে ঘুমন্ত অবস্থায় বিষধর কেউটে ছোবল দেয় আট বছরের শ্রাবণী মালাকারকে। জানতে পেরে প্রথমেই নিয়ে যাওয়া হয় প্রতিবেশী ওঝার কাছে। সেখানে কিছু না হওয়ায় তারপর নিয়ে যাওয়া হয় সাগর ব্লক হাসপাতালে। চিকিৎসকরা অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দেয়। কিন্তুু বাঁচানো সম্ভব হয়নি।

 

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত সে। এরপর দেহ ফিরিয়ে আনা হয় বাড়িতে। তারপর প্রচলিত বিশ্বাসে পাশের মুড়িগঙ্গা নদীতে কলার ভেলাতে শ্রাবণীর দেহ ভাসিয়ে দেওয়া হয়। পরিবার ও প্রতিবেশীদের বিশ্বাস, নদীর নোনা জলে সাপে কামড়ানো শ্রাবণীর আবার প্রাণ ফিরবে। গত কাল রাতে ভেলা টি ভাসিয়ে দেওয়ার পরে আজ সকালে ভেলা টি পুনরায় ফিরে এসেছে । আর তাই নিয়ে শুরু হয়ে জল্পনা। একুশ শতকে দাঁড়িয়ে পুরান কাব্যের ছায়ায় রীতিমত হইচই পড়ে গিয়েছে পুরো এলাকায়। ভেলাটি দেখতে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top