বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যের গাড়ি ঘিরে জগৎবল্লভপুরে বিক্ষোভ দেখানোর মাঝেই তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ নিজে দায়িত্ব নিয়ে শমীক ভট্টাচার্যের গাড়ি পাস করিয়ে দেন। এমনকি তিনি শমীক ভট্টাচার্যের সঙ্গে সৌজন্য বিনিময়ও করেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের বড়গাছিয়া সন্ধ্যা বাজার এলাকায়।
জানা গেছে ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এই অভিযোগে জগৎবল্লভপুরে প্রতিবাদ মিছিল হচ্ছিল বিধায়ক তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের উদ্যোগে। সন্তোষপুর মিদ্যে পাড়া থেকে বড়গাছিয়া সন্ধ্যা বাজার পর্যন্ত প্রায় দু’কিলোমিটার মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক সীতানাথ ঘোষ নিজেও। সেই সময় শমীক ভট্টাচার্যের গাড়ি হাওড়া আমতা রোড ধরে আসছিল। অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকরা শমীক ভট্টাচার্যকে দেখতে পান।
তারা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা স্লোগান দেন ” বিজেপি হাটাও দেশ বাঁচাও”। সেই সময় গাড়ির সামনের সিটেই বসেছিলেন শমীকবাবু। বেশ কিছুক্ষণ আঠকে পড়েন শমীকবাবু। এ ব্যাপারে তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ বলেন, প্রচুর লোক মিছিলে ছিল। হতে পারে উনি কিছুক্ষণ আটকে পড়েন। তবে আমি নিজেই উদ্যোগ নিয়ে সবটা নিয়ন্ত্রণ করি। আমি নিজেই ওনাকে রাস্তা করে দিই তৃণমূল কর্মীদের সরিয়ে। পাশাপাশি উনার সঙ্গে সৌজন্য বিনিময় করি। বিধায়ক ছাড়াও ওই মিছিলে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর তৃণমূল নেতা বিকাশ ঘোষ প্রমুখ।
আরও পড়ুন – আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস
উল্লেখ্য, বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যের গাড়ি ঘিরে জগৎবল্লভপুরে বিক্ষোভ দেখানোর মাঝেই তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ নিজে দায়িত্ব নিয়ে শমীক ভট্টাচার্যের গাড়ি পাস করিয়ে দেন। এমনকি তিনি শমীক ভট্টাচার্যের সঙ্গে সৌজন্য বিনিময়ও করেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের বড়গাছিয়া সন্ধ্যা বাজার এলাকায়। জানা গেছে ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এই অভিযোগে জগৎবল্লভপুরে প্রতিবাদ মিছিল হচ্ছিল বিধায়ক তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের উদ্যোগে।
সন্তোষপুর মিদ্যে পাড়া থেকে বড়গাছিয়া সন্ধ্যা বাজার পর্যন্ত প্রায় দু’কিলোমিটার মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক সীতানাথ ঘোষ নিজেও। সেই সময় শমীক ভট্টাচার্যের গাড়ি হাওড়া আমতা রোড ধরে আসছিল। অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকরা শমীক ভট্টাচার্যকে দেখতে পান। তারা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা স্লোগান দেন ” বিজেপি হাটাও দেশ বাঁচাও”।
সেই সময় গাড়ির সামনের সিটেই বসেছিলেন শমীকবাবু। বেশ কিছুক্ষণ আঠকে পড়েন শমীকবাবু। এ ব্যাপারে তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ বলেন, প্রচুর লোক মিছিলে ছিল। হতে পারে উনি কিছুক্ষণ আটকে পড়েন। তবে আমি নিজেই উদ্যোগ নিয়ে সবটা নিয়ন্ত্রণ করি। আমি নিজেই ওনাকে রাস্তা করে দিই তৃণমূল কর্মীদের সরিয়ে। পাশাপাশি উনার সঙ্গে সৌজন্য বিনিময় করি। বিধায়ক ছাড়াও ওই মিছিলে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর তৃণমূল নেতা বিকাশ ঘোষ প্রমুখ।