রেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বিক্ষোভ বাসিন্দাদের, রিজার্ভেশন টিকিট নিয়ে দালাল চক্রের অভিযোগ প্রাক্তন বিধায়কের, মুখে কুলুপ এঁটেছে স্টেশন মাস্টার
মালদার হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে একাধিক অনিয়মের বিরুদ্ধে অভিযোগ এনে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা,এলাকার বাসিন্দাদের অভিযোগ রিজার্ভেশন টিকিট ঠিক মতো পাওয়া যায় না। কাউন্টার বন্ধ করে রাখা হয়। দীর্ঘদিন ধরে ইনকোয়ারি কাউন্টার বন্ধ। মহিলাদের বাথরুমের কোন ব্যবস্থা নেই।
দিনের বেশির ভাগ সময় ওয়েটিং রুমে তালা ঝুলানো থাকে। রেল স্টেশনের বাইরে যত্রতত্র বেআইনি ভাবে দোকান ঘর বসানো হয়েছে। এর জেরে স্টেশনের যাত্রী প্রবেশ করতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। স্টেশনে কোন পার্কিং ব্যবস্থা নেই। এই নিয়ে অভিযোগ জানাতে গেলে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ কোনো কথা শুনতে নারাজ যাত্রীদের। এর প্রতিবাদে হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনের, স্টেশন মাস্টার রাজ দেব রামকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন – আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস
পাশাপাশি হরিশ্চন্দ্রপুরের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম অভিযোগ করেন স্টেশন থেকে রিজার্ভেশন টিকিট নিয়ে রেলওয়ে আধিকারিকদের একাংশের মদদে দালাল চক্র চলছে। অবিলম্বে এ ব্যাপারে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অভিযোগ জানাবেন বলে জানান।
যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টার রাজ দেব রাম। যাত্রীদের বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ তারা।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী অঙ্কিত চৌধুরী জানান হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনের দীর্ঘদিন ধরে চরম অবস্থা। বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের পজিশন ঠিকঠাক থাকে না। স্টেশন মাস্টারের কাছে এক্সপ্রেস ট্রেনের কোচ পজিশন সম্পর্কে জানতে গেলে তিনি সদুত্তর দেন না। স্টেশন থেকে রিজার্ভেশন কাউন্টার টিকিট পাওয়া যায় না।এমনকি স্টেশনের বাইরে বেআইনি ভাবে দোকানঘর উঠেছে। কোন পার্কিং ব্যবস্থা নেই। যাত্রীবাহী গাড়ি স্টেশনে আসতে পারে না শুধু মাত্র বেআইনি দোকানের জন্য। ইনকোয়ারি কাউন্টার বন্ধ থাকে।তাই আমরা এই সমস্ত অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছি। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলনে শামিল হবো। রেলের বিরুদ্ধে