গুয়াহাটিতে দুর্ঘটনায় মৃত্যু আর্মি জওয়ানের মৃতদেহ কফিনবন্দি হয়ে ফিরল অশোকনগরের বাড়িতে

গুয়াহাটিতে দুর্ঘটনায় মৃত্যু আর্মি জওয়ানের মৃতদেহ কফিনবন্দি হয়ে ফিরল অশোকনগরের বাড়িতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গুয়াহাটিতে দুর্ঘটনায় মৃত্যু আর্মি জওয়ানের মৃতদেহ কফিনবন্দি হয়ে ফিরল অশোকনগরের বাড়িতে। অসমের গুয়াহাটিতে ডিউটিতে যাবার সময় দুর্ঘটনায় মৃত্যু আর্মি জওয়ানের মৃতদেহ রবিবার রাতে সেনার গাড়িতে কফিনবন্দি হয়ে ফিরল অশোকনগরের বাড়িতে। চোখের জলে শেষ বিদায় পরিবার-পরিজনসহ অশোকনগর বাসীর। শনিবার বিকেলে অসমে বৃষ্টির ভেতর ডিউটি যাওয়ার সময় মাঝ রাস্তায় দুর্ঘটনা মুখে পরে আর্মির জওয়ানের মৃত্যু হয়। মৃত জওয়ানের বাড়ি অশোকনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ সেবা সমিতি ক্লাব এলাকায়।মৃত আর্মি সেনা জওয়ান বছর ৩৯ এর সুজু চন্দ অরপে নারায়ন।

 

রবিবার রাতে গোহাটি থেকে বিশেষ বিমানে সেনা জওয়ানরা কফিনবন্দি দেহ নিয়ে আসেন প্রথমে কলকাতা বিমানবন্দরে সেখান থেকেও জাওয়ানদের গাড়িতেই কফিনবন্দি দেহ রাতেই সুজুর বাড়িতে। তত সময়ে আত্মীয়-পরিজন সহ কয়েক হাজার মানুষের ভিড় প্রিয় সুজুকে শেষবারের মতো চোখের দেখা দেখতে কল্যাণগড় এলাকার সুজুর বাড়িতে।

 

এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা সহ অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী তিনিও আসেন বাড়িতে।কফিন বন্দি দেহ রাতে বাড়িতে আসতেই কান্নার ঢল পরিবার-পরিজনসহ সাধারণ মানুষের। তবে বিধায়ক এর পক্ষ থেকে সুজুর স্ত্রী এবং পরিবারের পাশে থেকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বস্ত করেছেন পাশাপাশি দেশের বীর সেনা জওয়ান সুজুর স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানিয়ে বাড়ির পাশেই একটি স্মৃতিসৌধ মূর্তি তৈরি করা হবে বলে আশ্বস্ত করেন।

আরও পড়ুন – সুজিত বসুর অনুগামীদের রাতের অন্ধকারে বেধড়ক মারধরের অভিযোগ সব্যসাচী অনুগামীদের বিরুদ্ধে

২১ বছরের কর্মরত চাকরি জীবনে তিন বছর ধরে আসামের গুয়াহাটিতে DRC কর্মরত ছিল।পরিবার সূত্রে জানা গিয়েছে,ছোটবেলা থেকেই হকিখেলা তার পছন্দ। রাজ্যের বিভিন্ন প্রান্তে হকি প্লেয়ার হিসেবেও পরিচিতি রয়েছে।তবে আর্মিতে চাকরি পাওয়ার পর সময়ের অভাবে সেই ভাবে হকি খেলতে না পারলেও ছুটিতে বাড়ি আসলে খেলাধুলা করতে এলাকার ছোট ছোট ভাইদের সঙ্গে।

 

বাড়ি থেকে মৃতদেহ পার্শ্ববর্তী ক্লাবেও নিয়ে যাওয়া হয় সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ক্লাব কর্তৃপক্ষ সহ অশোকনগরের সাধারণ মানুষের পক্ষ থেকে। সুজুর এই অকাল মৃত্যুতে স্তব্ধ এবং শোকের ছায়া পরিবার-পরিজনসহ গোটা অশোকনগর এলাকায়।রাতেই মৃতদেহ সেনা জওয়ানদের পক্ষ থেকে নৈহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয় শেষকৃত্য সম্পন্নের জন্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top