ভবঘুরের আশ্রম থেকে বৃদ্ধাশ্রম, নিঃশুল্কে রয়েছে ২২ জন আবাসিক

ভবঘুরের আশ্রম থেকে বৃদ্ধাশ্রম, নিঃশুল্কে রয়েছে ২২ জন আবাসিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভবঘুরের আশ্রম থেকে বৃদ্ধাশ্রম, নিঃশুল্কে রয়েছে ২২ জন আবাসিক। গত করোনা আবহাওয়ার সময় রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে করোনা ভাইরাস থেকে বাঁচতে রাস্তার ভবঘুরেদের বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় হিন্দুস্তান কেবলস কারখানার পরিত্যক্ত আবাসনে আশ্রয় দেবার ব্যাবস্থা করেন এবং হিন্দুস্তান কেবলস পুনর্বাসন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। ধীরে ধীরে করোনা আবহাওয়া কম হয়ে গেলেও ভবঘুরেরা ফেরৎ যেতে চান না ফলে ভবঘুরেদের আশ্রম স্থল রুপান্তরিত হয়ে যায় বৃদ্ধাশ্রমে।

 

পুনর্বাসন সমিতির সম্পাদক সুভাষ মহাজন জানান মূখ্যমন্ত্রীর নির্দেশে করোনা আবহাওয়ায় ২০২০ সালে ভবঘুরেদের আশ্রম বানানো হয় স্থানীয় প্রশাসনের সহযোগিতায়, সেইসময় ৪৭ জন আবাসিক ছিলেন পরে করোনা আবহাওয়া কমে আসাতে বেশীরভাগ আবাসিক তাদের ঘরে ফিরে গেলেও কয়েকজন দুঃস্থ অসহায় ও পরিবার থেকে বিচ্ছিন্ন ১৯ জন আবাসিকদের নিয়ে বৃদ্ধাশ্রমে রুপান্তরিত করা হয়েছে।

 

সালানপুর ব্লকের ভোলা সিং জানান করোনা আবহাওয়ার সময় ভবঘুরেদের আশ্রয় স্থল বানানো হয়েছিল হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির এইচ সি এলের পরিত্যক্ত আবাসনে পরে করোনা আবহাওয়া কমে আসাতে বৃদ্ধাশ্রম হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন বিধায়ক বিধান উপাধ্যায়। আবাসিকরা এখানে বিনাপয়সায় সবরকমের পরিষেবা পাচ্ছেন আবাসিকদের চাহিদা মতো খাবার, জামাকাপড় ও স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। আগামী দিনে কেন্দ্রীয় সরকার কারখানার সাথে আবাসন অধিগ্রহণ করলে তারা সরকারের কাছে আবেদন করবেন বৃদ্ধাশ্রম হিসেবে আবাসনগুলো অধিগ্রহণ না করা হয়।

আরও পড়ুন – সুজিত বসুর অনুগামীদের রাতের অন্ধকারে বেধড়ক মারধরের অভিযোগ সব্যসাচী অনুগামীদের বিরুদ্ধে

উল্লেখ্য, গত করোনা আবহাওয়ার সময় রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে করোনা ভাইরাস থেকে বাঁচতে রাস্তার ভবঘুরেদের বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় হিন্দুস্তান কেবলস কারখানার পরিত্যক্ত আবাসনে আশ্রয় দেবার ব্যাবস্থা করেন এবং হিন্দুস্তান কেবলস পুনর্বাসন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

 

ধীরে ধীরে করোনা আবহাওয়া কম হয়ে গেলেও ভবঘুরেরা ফেরৎ যেতে চান না ফলে ভবঘুরেদের আশ্রম স্থল রুপান্তরিত হয়ে যায় বৃদ্ধাশ্রমে। পুনর্বাসন সমিতির সম্পাদক সুভাষ মহাজন জানান মূখ্যমন্ত্রীর নির্দেশে করোনা আবহাওয়ায় ২০২০ সালে ভবঘুরেদের আশ্রম বানানো হয় স্থানীয় প্রশাসনের সহযোগিতায়, সেইসময় ৪৭ জন আবাসিক ছিলেন পরে করোনা আবহাওয়া কমে আসাতে বেশীরভাগ আবাসিক তাদের ঘরে ফিরে গেলেও কয়েকজন দুঃস্থ অসহায় ও পরিবার থেকে বিচ্ছিন্ন ১৯ জন আবাসিকদের নিয়ে বৃদ্ধাশ্রমে রুপান্তরিত করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top