রেলের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে ছয়দিন ব্যাপী আন্দোলনে সামিল রেলকর্মীরা। রেল বোর্ডের সিদ্ধান্তের জেরে জুলুম বাড়ছে কর্মীদের ওপর।
রেলের এমপ্লয়েজ ইউনিয়নের তরফে সোমবার সারা দেশের সঙ্গে শিলিগুড়ি নিউ জলপাইগুড়িতে আন্দোলনে বিক্ষোভ প্রদর্শন করেন রেল কর্মীরা। তাদের দাবি নন সেফটি স্টাফেদের দিয়ে অতিরিক্ত কাজ করাচ্ছে রেল। সম্প্রতি রেল বোর্ডের তরফে নয়া নির্দেশিকা জারি করে রেলের সমস্ত নন সেফটি কর্মীদের শূন্যপদে তুলে দেওয়া হয়েছে। নতুন করে বিপুল সংখ্যায় থাকা শূন্য পদে প্রয়োজনীয় কর্মী নিযুক্ত করা হবে না।
তার পরিবর্তে বর্তমান কর্মীদের ওপর অতিরিক্ত কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। অমানবিক ভাবে একাধিক বিভাগে কাজ করানো হচ্ছে তাদের দিয়ে। পাশাপাশি শুন্যপদ রেল বোর্ডের তরফে সমর্পণ করে দেওয়ার সিদ্ধান্তে বর্তমানে কর্মীদের পদোন্নতিও আটকে পড়েছে বলে জানান উত্তর পূর্ব রেলের এমপ্লয়েজ ইউনিয়নের শাখা সম্পাদক রঞ্জয় চন্দ। তিনি জানান এনজেপিতে স্টেশনে প্রায় ১৫০র কাছাকাছি শুন্য পদ রয়েছে যা তুলে নেওয়া হয়েছে রেল বোর্ডের তরফে। সারা দেশ জুড়ে এরকম কয়েক হাজার ফাঁকা পদ রয়েছে। এদিন এই নয়া নির্দেশিকা খারিজের দাবিতে রেলের এডিআরএমকে পেশ করা হয় সংগঠনের তরফে। বিষয়টি উত্তর পূর্ব রেলের উর্দ্ধতন কর্তৃপক্ষকেও জানানো হবে।
আরও পড়ুন – ভরসন্ধেয় তিলোত্তমায় জোড়া খুন, উদ্ধার হলো দম্পতির রক্তাক্ত দেহ
উল্লেখ্য, রেলের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে ছয়দিন ব্যাপী আন্দোলনে সামিল রেলকর্মীরা। রেল বোর্ডের সিদ্ধান্তের জেরে জুলুম বাড়ছে কর্মীদের ওপর। রেলের এমপ্লয়েজ ইউনিয়নের তরফে সোমবার সারা দেশের সঙ্গে শিলিগুড়ি নিউ জলপাইগুড়িতে আন্দোলনে বিক্ষোভ প্রদর্শন করেন রেল কর্মীরা। তাদের দাবি নন সেফটি স্টাফেদের দিয়ে অতিরিক্ত কাজ করাচ্ছে রেল। সম্প্রতি রেল বোর্ডের তরফে নয়া নির্দেশিকা জারি করে রেলের সমস্ত নন সেফটি কর্মীদের শূন্যপদে তুলে দেওয়া হয়েছে। নতুন করে বিপুল সংখ্যায় থাকা শূন্য পদে প্রয়োজনীয় কর্মী নিযুক্ত করা হবে না।
তার পরিবর্তে বর্তমান কর্মীদের ওপর অতিরিক্ত কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। অমানবিক ভাবে একাধিক বিভাগে কাজ করানো হচ্ছে তাদের দিয়ে। পাশাপাশি শুন্যপদ রেল বোর্ডের তরফে সমর্পণ করে দেওয়ার সিদ্ধান্তে বর্তমানে কর্মীদের পদোন্নতিও আটকে পড়েছে বলে জানান উত্তর পূর্ব রেলের এমপ্লয়েজ ইউনিয়নের শাখা সম্পাদক রঞ্জয় চন্দ।