সেবক ও গুলমা রেলস্টেশনের মাঝে আচমকাই রেললাইনে উঠে পড়ল একটি পূর্ণবয়স্ক হাতি। হাতিটিকে দূর থেকে দেখতে পেয়ে ট্রেনের চালক এবং সহকারি চালক ইমারজেন্সি ব্রেক করে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেয়।ট্রেনের চালকদের তৎপরতায় এদিন হাতিটি প্রাণে বাঁচে। জানাগেছে এদিন একটি মালগাড়ি গুমা স্টেশন থেকে সেবক এর দিকে যাচ্ছিল সেই সময় চালক রেললাইনের উপর দাঁড়িয়ে থাকতে দেখে এই হাতিটিকে।
এরপরই ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা এসে হাতিটিকে ফের জঙ্গলে পাঠিয়ে দেয়। প্রসঙ্গত মাঝেমধ্যেই ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু খবর লেগেই রয়েছে। মূলত সেবক থেকে গুলমার মাঝে এর আগেও ট্রেনের ধাক্কায় একাধিক হাতির মৃত্যু হয়েছে। তবে এদিন এই চালকদের তৎপরতায় হাতিটি প্রাণে বেঁচে যাওয়ায় খুশি পশুপ্রেমী সংগঠনগুলি।
আরও পড়ুন – ফের ঝাড়গ্রামে মাথা চাড়া দিল ম্যালেরিয়া আতঙ্ক
উল্লেখ্য, সেবক ও গুলমা রেলস্টেশনের মাঝে আচমকাই রেললাইনে উঠে পড়ল একটি পূর্ণবয়স্ক হাতি। হাতিটিকে দূর থেকে দেখতে পেয়ে ট্রেনের চালক এবং সহকারি চালক ইমারজেন্সি ব্রেক করে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেয়।ট্রেনের চালকদের তৎপরতায় এদিন হাতিটি প্রাণে বাঁচে। জানাগেছে এদিন একটি মালগাড়ি গুমা স্টেশন থেকে সেবক এর দিকে যাচ্ছিল সেই সময় চালক রেললাইনের উপর দাঁড়িয়ে থাকতে দেখে এই হাতিটিকে।
এরপরই ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা এসে হাতিটিকে ফের জঙ্গলে পাঠিয়ে দেয়। প্রসঙ্গত মাঝেমধ্যেই ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু খবর লেগেই রয়েছে। মূলত সেবক থেকে গুলমার মাঝে এর আগেও ট্রেনের ধাক্কায় একাধিক হাতির মৃত্যু হয়েছে। তবে এদিন এই চালকদের তৎপরতায় হাতিটি প্রাণে বেঁচে যাওয়ায় খুশি পশুপ্রেমী সংগঠনগুলি।