এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার সন্ধ্যে থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে এলাকার এক জলাশয় থেকে উদ্ধার হয় কিশোর সিং নামে ওই ব্যক্তির মৃতদেহ। মুর্শিদাবাদে বহরমপুরের কাশিমবাজার এলাকার ঘটনা।
পরিবার সূত্রে জানা গিয়েছে- হোতাসাঁকো এলাকার বাসিন্দা- পেশায় দিনমজুর কিশোর সিং নামে ওই ব্যক্তি বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বেড়ানোর পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে পুনরায় খোঁজাখুঁজি শুরু করলে এলাকার এক জলাশয়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হলে বহরমপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। শরীরে আঘাতের চিহ্ন দেখে স্থানীয়দের অনুমান তাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে তবে পরিবারের লোকজনদের বক্তব্য- কোনো শত্রুই ছিল না তার। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। খুন নাকি রাতের অন্ধকারে জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির- বিষয়টি নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশায়। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে নেমেছে বহরমপুর থানার পুলিশ।